মুম্বই, ৬ জানুয়ারি (হি.স.) : সব সময় ধোনি আমার অধিনায়ক থাকবেন| সদ্য একদিন ও টি-২০ -র নেতৃত্ব ছেড়ে মহেন্দ্র সিং ধোনিকে টুইটারে কুর্নিশ বিরাট কোহলির| সম্প্রতি আচমকা ক্রিকেটের দুই ফরম্যাটের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন মাহি| তাঁর এই সিদ্ধান্তের পর গোটা ক্রিকেটবিশ্ব কুর্নিশ করলেও চুপ ছিলেন ভারতের টেস্ট ক্রিকেটের অধিনায়ক কোহলি | অবশেষে শুক্রবার মুখ খুললেন কোহলি| বিরাট আজ টুইট করে বলেন, একজন তরুণ ক্রিকেটার হিসেবে আমরা সব সময় তোমার মতো নেতার কাছে থাকতে চাই| তুমি আমার সব সময় অধিনায়ক থাকবে|
টেস্টে ধারাবাহিক সাফল্যের পর ধরে নেওয়া হয়েছে,ওয়ান ডে ও ২০ ক্রিকেটে বিরাট কোহলিকে অধিনায়ক করা হবে| আর অধিনায়ক নির্বাচিত হওয়ার আগে ধোনিকে ধন্যবাদ জানিয়ে দিলেন কোহলি| এটাই ভারতীয় ক্রিকেটে অনেকটা ইঙ্গিতবাহী|
2017-01-06