প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ মন্তব্য সুন্দর পিচাইয়ের

নয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ বলে মন্তব্য করলেন গুগলের সিইও সুন্দর

গুগলের সিইও সুন্দর পিচাই
গুগলের সিইও সুন্দর পিচাই

পিচাই| তিনি বলেন, এই নোট বাতিলের সিদ্ধান্তই ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে যাবে| তিনি আরও বলেন, ডিজিটাল লেনদেন চালু হলে দেশের ভালোই হবে| স্বাভাবিকভাবেই প্রধানমন্তী নরেন্দ্র মোদীর এই উদ্যোগকে ছোটো করে দেখছি না| বিশ্বের অনেক দেশই এখনও এই উদ্যোগ নিতে পারেনি| দেশে ডিজাটাল লেনদেন প্রক্রিয়া চালু করতে পরিকাঠামোর কোনও অভাব নেই| গোটা প্রক্রিয়া চালু হয়ে গেলে দেশ প্রযুক্তিগত দিক থেকে আরও এগিয়ে যাবে|

গুগল সিইও বলেন, এই নোট বাতিলের সিদ্ধান্তের সুদূরপ্রসারী প্রভাব পড়তে চলেছে| ভারতীয় অর্থনীতিতে যা উল্লেখযোগ্য ভূমিকা নেবে| এখন একটা ফোনের সাহায্যেই আমরা কত কিছু করে ফেলি| বিভিন্ন অ্যাপ ডাউনলোড করে নিজেদের চাহিদামতো জিনিসপত্র ঘরে বসেই পেয়ে যাই| সুতরাং ভারতের মত দেশে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ একটি সাহসী পদক্ষেপ বলে ব্যাখ্যা করেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *