শ্রীনগর, ৪ জানুয়ারি (হি.স.): উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিরাপত্তা বাহিনীর জালে ধরা পড়ল সন্দেহভাজন এক লস্কর-ই-তৈবা জঙ্গি| ধৃত লস্কর জঙ্গির নাম আশিক আহমেদ ওরফে আবু হায়দার| ধৃত জঙ্গির কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি একে-৪৭ রাইফেল, তিনটি ম্যাগাজিন, একটি চীনা পিস্তল, তিনটি হ্যান্ড গ্রেনেড এবং একটি মানচিত্র|
পুলিশের মুখপাত্র জানিয়েছেন, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কুপওয়ারা জেলার হান্দওয়ারা এলাকায় যৌথ অভিযানে নামে পুলিশ ও সেনাবাহিনী| তল্লাশি অভিযান চলাকালীন গ্রেফতার করা হয় হান্দওয়ারা এলাকা থেকে সন্দেহভাজন লস্কর জঙ্গি আশিক আহমেদ ওরফে আবু হায়দারকে| ধৃত জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, আশিক আহমেদ নামে ওই জঙ্গি লস্কর-ই-তৈবা কমান্ডার আবু বকর-এর ঘনিষ্ঠ সহযোগী|
2017-01-04