BRAKING NEWS

ফিজির দক্ষিণ-পশ্চিম অংশে শক্তিশালী ভূকম্পন, জারি সুনামি সতর্কতা

fijiসুভা, ৪ জানুয়ারি (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিজির রাজধানী সুভার দক্ষিণ-পশ্চিম অংশ| রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৯| প্রথমে ভূকম্পন অনুভূত হয় স্থানীয় সময় বুধবার সকাল ১০.৫২ মিনিট নাগাদ| প্রথম ভূকম্পনের কিছু পরেই ৫.৭ তীব্রতার আফটার শক অনুভূত হয়| ভূকম্পনের পরেই সুনামি সতর্কতা জারি করেছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র|
মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার ১০.৫২ মিনিট নাগাদ ৬.৯ তীব্রতার শক্তিশালী ভূকম্পন অনুভূত হয় ফিজির রাজধানী সুভা থেকে ২৮৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম অংশে| প্রথম ভূকম্পনের কিছু পরেই ৫.৭ তীব্রতার ভূকম্পন অনুভূত হয়| ভূকম্পনের ফলে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| কম্পন টের পেতেই আতঙ্কে অফিস-বাড়ির বাইরে বেড়িয়ে আসেন বহু মানুষ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *