নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি৷৷ ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ এলাকাগুলি পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷

বুধবার তিনি ধলাই ও ঊনকোটি জেলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ বাড়িঘর ঘুরে দেখেন৷ এদিন তিনি কমলপুর মহকুমা এবং কুমারঘাটে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন৷ তাঁর সাথে ছিলেন রাজস্ব মন্ত্রী বাদল চৌধুরী এবং মুখ্যসচিব যশপাল সিং৷ ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে তিনি ক্ষতিগ্রস্থদের শীঘ্রই ক্ষতিপূরণের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন৷