নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারী৷৷ স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু৷ স্বামীকে গ্রেপ্তার করল পুলিশ অবৈধ প্রণয়ের সাথে যুক্ত থেকে হত্যার অভিযোগে৷ পেশায় ম্যাকানিকেল ইঞ্জিনীয়ার স্বামী বর্তমানে জেল হাজতে৷ ঘটনা শহরের কুঞ্জবন কলোনীতে৷ নববর্ষের রাতে খাওয়া দাওয়ার পর স্বামী স্ত্রী ঘুমিয়ে পড়েছিলেন৷ সকালে স্বামী দেখতে পান স্ত্রীর নিথর দেহ পাশের বালিশে পড়ে রয়েছে৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে প্রথমে তদন্ত শুরু করলেও মৃতার পক্ষে বাপের বাড়ির লোকজনের অভিযোগমূলে পুলিশ শ্মশান থেকেই গ্রেপ্তার করে নিয়ে গারদে পুড়েছে স্বামীকে৷ স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে অবৈধ প্রণয়ের জেরে স্ত্রীকে তরল কিছুর সাথে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে৷
পালাটানায় কর্মরত ম্যাকানিকেল ইঞ্জিনীয়ার পিন্টু দেবনাথের বাড়ি শহরের কুঞ্জবন এলাকায়৷ সাড়ে সাত বছর আগে বড়জলার মুনমুন দেবনাথের সাথে তার বিয়ে হয়৷ বর্তমানে তাদের একটি পুত্রসন্তানও রয়েছে৷ বর্ষশেষের রাতে কুঞ্জবনস্থিত বাড়িতে রাতের খাবারের পর পিন্টা ও মুনমুন ঘুমিয়ে পড়ে বলে জানায় অভিযুক্ত৷ অন্যঘরে ঘুমিয়ে ছিল পিন্টুর পুত্রসন্তান ও বেড়াতে আসা মুনমুনের মা৷ পিন্টুর বক্তব্য, পরদিন সকাল পাঁচটা নাগাদ তিনি মুনমুনকে ডাকেন৷ কোন সাড়া না পেয়ে মুনমুনের মাকে ঘুম থেকে তুলে ডেকে আনেন৷ কিছুক্ষণের মধ্যে তারা বুঝতে পারেন যে মুনমুন আর নেই৷ সঙ্গে সঙ্গেই চিৎকার চেচামেচি শুরু করলে আশেপাশের লোকজন ছুটে যায়৷ খবর দেওয়া হয় আত্মীয়দের৷ নববর্ষের সাতসকালে গৃহবধূর মৃত্যুর ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কুঞ্জবন কলোনী এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ খবর দেওয়া হয় পুলিশকে৷ পুলিশ গৃয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷
এদিকে, মৃতার বাপের বাড়ির লোকজন এই ঘটনার বিস্তারিত জানিয়ে পূর্ব আগরতলা মহিলা থানায় একটি মামলা দায়ের করেন৷ মামলার নম্বর ০২/১৭৷ মামলাটি হয়েছে ইউএস ৪৯৮(এ), ৩০২, ১০৯ আইপিসি মূলে৷ এই ধারা অনুযায়ী বলা হয়েছে মুনমুনকে যৌতুকের জন্য নির্যাতন করা হত৷ একই সঙ্গে অভিযোগে বলা হয়েছে, পিন্টু দেবনাথ এক যুবতীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত৷ এনিয়ে পারিবারিক অশান্তি চলছিল৷ পিন্টুর এই অবৈধ প্রণয়ের বিষয়ে মুনমুন জানতে পেরে প্রতিবাদ করায় তাকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেওয়া হয়েছে৷ মৃতার বাপের বাড়ির লোকজনের অভিযোগ তরল পানীয়ের সাথে বিষ খাইয়ে খুন করা হয়েছে৷ এই অভিযোগ মূলেই পুলিশ রবিবার বিকালে শ্মশানঘাট থেকে অভিযুক্ত পিন্টুকে গ্রেপ্তার করেছে৷ সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয় এবং বিচারক তাকে চৌদ্দ দিনের জেল হাজতের নির্দেশ দিয়েছেন৷
2017-01-03