৪৬ জন শিক্ষককে ডেপুটেশনে নিযুক্তি নতুন ১৭টি ইংরেজী মাধ্যম সুকলে

educationনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারী৷৷ ইংরেজী মাধ্যম সুকল খোলার লক্ষ্যে ২৩টি সুকল থেকে ২ দু’জন করে মোট ৪৬ জন শিক্ষককে নতুন ১৭ টি ইংরেজী মাধ্যম সুকলে যোগ দিতে বলেছে বিদ্যালয় শিক্ষা দপ্তর৷ সম্প্রতি রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় রাজ্যের বিভিন্ন প্রান্তে আরো ২৯টি ইংরেজী মাধ্যম সুকল খুলবে৷ তাতে শিক্ষক নিযুক্ত করতে চালু সুকলগুলি থেকেই ডেপুটেশনে আনার সিদ্ধান্ত নেয় সরকার৷ এরই অঙ্গ হিসেবে বাংলা এবং ইংরেজী মাধ্যম মিলিয়ে ২৩টি সুকল থেকে শিক্ষক শিক্ষিকাদের নতুন ১৭টি ইংরেজী মাধ্যম সুকলগুলিতে যোগ দিতে বলা হয়েছে৷ তাতে প্রশ্ণ দেখা দিয়েছে, যেসব সুকল থেকে শিক্ষক-শিক্ষিকাদের ডেপুটেশনে আনা হবে, সেখানে শিক্ষক স্বল্পতা দেখা দেবে কিনা৷ কারণ, রাজ্যে চাহিদার তুলনায় শিক্ষক-শিক্ষিকার ঘাটতি রয়েছে৷
রাজ্য সরকারের মতে, যেসমস্ত সুকলে চাহিদার তুলনায় শিক্ষক সংখ্যা বেশি সেখান থেকেই নতুন ইংরেজী মাধ্যম সুকলগুলির জন্য শিক্ষক শিক্ষিকাদের আনা হবে৷ কিন্তু এক্ষেত্রে, নতুন ইংরেজী মাধ্যম সুকলগুলি শিক্ষক স্বল্পতায় ধঁুকবে কি না সে প্রশ্ণও উঠেছে৷ তাছাড়া, চলতি শিক্ষা বর্ষেই যেহেতু রাজ্য সরকার চাইছে নতুন ইংরেজী মাধ্যম সুকলগুলি শুরু করতে, সেক্ষেত্রে পুরনো বাংলা মাধ্যম সুকলগুলিকেই ইংরেজী মাধ্যম সুকলে রূপান্তর করা হবে বলে মনে হচ্ছে৷ সেকথা অবশ্য রাজ্য সরকারই বলেছে৷ এই সিদ্ধান্ত গৃহিত হওয়ার আগে বৈঠকে স্থির হয়, যেখানে বাংলা মাধ্যম সুকলের প্রয়োজনীয় তেমন নেই, সেখানে সেই সুকলকে ইংরেজী মাধ্যম সুকলে রূপান্তর করা হবে৷ কিন্তু, আরো নতুন ইংরেজী মাধ্যম সুকল খোলার মহৎ উদ্দেশ্যে বাস্তবে শিক্ষার মান বজায় রাখার ক্ষেত্রে অন্তরায় হবে কিনা সেটাই এখন মূল প্রশ্ণ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *