নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.): বিসিসিআই সভাপতির পদ থেকে অপসারিত হলেন অনুরাগ ঠাকুর| একই সঙ্গে সুপ্রিম রায়ে সরিয়ে দেওয়া হয়েছে বোর্ডসচিব অজয় শিরকেকে| লোধা কমিটির সুপারিশ মেনে বিসিসিআই-এর সংস্কারে সোমবার এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি টিএস ঠাকুরের বেঞ্চ| এদিন ঐতিহাসিক রায় দিতে গিয়ে প্রধান বিচারপতি টিএস ঠাকুর বলেছেন, কোনও ব্যক্তিই দেশের আইনের ঊর্ধ্বে নন| ২০১৬ সালের জুলাই মাসের শুনানিতেই বলা হয়েছিল লোধা কমিটির সুপারিশ কার্যকর করতে বিসিসিআই-এর এই দুই কর্তা বাধা দিচ্ছিলেন| এটা আদালতের কাজে বাধা দান করার মতো অপরাধ| বিসিসিআই-এর সংস্কারের নীতির সঙ্গে এরা কোনওমতে খাপ খায় না| তাই অনুরাগ ঠাকুর ও অজয় শিরকেকে অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না| এদিন মামলার শুনানিতে দৃঢ় পদক্ষেপ করে বোর্ড সভাপতির পদ থেকে অনুরাগ ঠাকুর ও বোর্ডসচিব অজয় শিরকেকে সরানোর সিদ্ধান্ত নেয় সর্বোচ্চ আদালত|
এদিকে, অনুরাগ ঠাকুরের অপসারণের জন্য বিসিসিআই-এর গাফিলতিকেই দায়ী করেছেন লোধা কশিনের চেয়ারম্যান আর পি লোধা| তাঁর দাবি,লোধা কমিশনের সুপারিশকে কার্যকর করতে বিসিসিআই গা ছাড়া মনোভাব না দেখালে অনুরাগ বা অজয় শিরকেকে আজ পদ হারাতে হত না| একই কথা বলেছেন প্রাক্তন বিচারপতি রঞ্জন মুদগলও|
2017-01-02