মুম্বই, ২ জানুয়ারি (হি.স.): নতুন বছরের দ্বিতীয় দিনেই নিম্নগামী সেনসেক্স| সোমবার বাজার খুলতেই বেশ খানিকটা ধাক্কা খায় বিএসই সেনসেক্স| শুরুতে ১৩২ পয়েন্ট পড়লেও বেলা ১১.২০ মিনিট নাগাদ ১৪৩.৮০ পয়েন্ট পড়ে যায় বিএসই সেনসেক্স| সেনসেক্স এসে দাঁড়ায় ২৬৪৭৬ পয়েন্টে| অন্যদিকে, নিফটি ৪২.২০ পয়েন্ট পড়ে দাঁড়ায় ৮১৪৩ পয়েন্টে|
আশ্চর্য্যজনকভাবে সবথেকে বেশি পড়েছে এফএমসিজি, আইটি এবং অটোমোবাইল সংস্থার শেয়ার দর| অন্যদিকে, পাঁচ শতাংশের কাছাকাছি লাভের মুখ দেখছে ইউনিটেক, গোদরেজ প্রপার্টিজ, ইন্ডিয়াৱুলস রিয়াল এস্টেটের শেয়ার দর|
2017-01-02