BRAKING NEWS

ভীম অ্যাপ উদ্বোধন করে ফের ডিজিটাল লেনদেনের পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর

pm-bhimনয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স) : নতুন অ্যাপ উদ্বোধন করে ফের ডিজিটাল লেনদেনের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | সাধারণ মানুষের কাজে ডিজিটাল লেনদেনকে সহজ করতে ভিম অ্যাপ লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শুক্রবার দিল্লিতে ডিজিধন মেলায় অনলাইন লেনেদেনের জন্য উদ্বোধন করলেন একটি নতুন অ্যাপের | ডঃ বি আর আম্বেদকরের নামানুসারে অ্যাপটির নাম রাখা হয়েছে ভীম| নগদ লেনেদেনের পরিবর্তে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে সাধারণ মানুষের অসুবিধা দূর করতেই এই অ্যাপটি চালু করা হয়েছে| অনলাইনে যাঁরা ৫০ টাকা থেকে ৩০০০ টাকা পর‌্যন্ত লেনদেন করবেন তাঁদের পুরস্কার দেওয়ার কথাও এদিন ঘোষণা করেন মোদী|
বলেন, আগামী ১০০ দিনে একাধিক পরিবারকে পুরস্কার দেওয়া হবে| বি আর আম্বেদকরের জন্মদিন ১৪ এপ্রিল মেগা ড্রটি অনুষ্ঠিত হবে| ভীম অ্যাপটির প্রসঙ্গে মোদী বলেন, এক সময় নিরক্ষরদের আঙ্গুঠা ছাপ বলে হেয় করা হত| সেই সময় চলে গেছে| এখন আপনার আঙুল আপনার ব্যাঙ্ক, সেটাই আপনার পরিচয়| আর দুসপ্তাহ পরে এই অ্যাপটির মাধ্যমে যে কেউ টাকা লেনদেন করতে পারবে|
অ্যাপের লঞ্চ করতে গিয়ে নোট বাতিলের বিরোধীদের একহাত নেন মোদী| তিনি বলেন, কয়েক বছর আগে শুধু দুর্নীতির খবরই শোনা যেত, আর এখন শোনা যায় উন্নতির কথা| সমস্ত ধরনের অসুবিধা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রের যে কোনও রকম ত্রুটিবিচূ্যতি হঠিয়ে দিতে একজোট দেশ| মোদী বলেছেন, ডিজিটাল লেনদেন দেশের পক্ষে খুবই লাভজনক হবে| দরিদ্রদের আর্থিক অবস্থার উন্নয়নের জন্য প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *