নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ ডিসেম্বর৷৷ দশদিন ধরে বিশালগড়ের কলকলিয়ার আঠারোঘাট এলাকার গৃহকর্তা সঞ্জিত সাহার স্ত্রী ও শিশুকে পাওয়া যাচ্ছে না৷ স্ত্রী পার্বতী সাহা (২৮) ও ৭ বছরের কন্যা সন্তান সুপ্রীতি সাহাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়৷ গৃহকর্তা সঞ্জিত সাহা জানায় স্বামী-স্ত্রীর মধ্যে অল্পবিস্তর ঝগড়া হত প্রায়ই৷ কিন্তু এমন কোন ঘটনা ঘটেনি যে বাড়ি ছেড়ে দশদিন নিখোঁজ৷ তবে আত্মীয় পরিজনদের দিয়ে প্রচুর খোঁজাখঁুজি করার পরও সন্ধান মিলেনি মা ও শিশুর৷ ঘটনার দুদিন পর নিখোঁজ স্ত্রী ও কন্যার নামে বিশালগড় থানায় ডায়েরি করেন গৃহকর্তা সঞ্জিত সাহা৷ পুলিশের তরফ থেকে জানানো হয় তাদের সন্ধান করার কাজে কোন ত্রুটি থাকবে না৷ আশ্বাস পেয়ে সঞ্জিত বাবু বাড়ি ফিরে যান৷ তবে এব্যাপারে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷
2016-12-27

