BRAKING NEWS

টাকা তছরুপের অভিযোগে অভিযুক্ত বিজেপি নেতা সুশীল ভাসওয়ানি

sushilvaswaniভোপাল, ২০ ডিসেম্বর (হি.স.) : টাকা তছরুপের অভিযোগে অভিযুক্ত ভারতীয় জনতা পার্টির নেতা সুশীল ভাসওয়ানি| মঙ্গলবার ভোপালে তাঁর বাড়ি ও অফিসে আয়কর দফতরের আধিকারিকরা হানা দেয়| জানা গিয়েছে, এদিন সকাল সাতটা নাগাদ ওই নেতার বাড়ি, দফতর ও ভোপালের হোটেলে তল্লাশি অভিযান চালায় আয়কর আধিকারিকরা| সুশীল ভাসওয়ানির বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি থাকার অভিযোগ উঠেছে| এছাড়াও তাঁর বিরুদ্ধে টাকা তছরুপেরও অভিযোগ তোলা হয়েছে| ভাসওয়ানি একটি সমবায় ব্যাঙ্কের সভাপতি পদে ছিলেন| গত ৮ নভেম্বর কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের কয়েক মাস আগে বিশাল পরিমান জমি কেনেন|
প্রসঙ্গত, গত ৮ নভেম্বর নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার আগে দেশের বিভিন্ন প্রান্তে কালো টাকা উদ্ধারে তল্লাশি অভিযান চালান আয়কর আধিকারিকরা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *