BRAKING NEWS

চিকিত্সা পরিষেবা সাধ্যের মধ্যে আনতে চালু হচ্ছে অমৃত, ৯০ শতাংশ ছাড় ওষুধে

GenericMedicinessssssনয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.) : চিকিত্সা পরিষেবাকে সকলের সাধ্যের মধ্যে আনতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের পরিকল্পনা অমৃত| কেন্দ্রীয় সরকারের অধীনে শুরু হতে চলেছে এমন এক ফার্মাসি, যেখানে প্রায় ৯০ শতাংশ ছাড়ে মিলবে ওষুধ থেকে বিভিন্ন চিকিত্সার সরঞ্জাম | এছাড়াও মিলবে সরকারি হাসপাতালে বিনামূল্যে ডাক্তারি পরামর্শ|
প্রধানমন্ত্রীর এই ড্রিম প্রজেক্ট অ্যাফোর্ডেবল মেডিসিন অ্যান্ড রিলায়েবল ইমপ্লান্টস ফর ট্রিটমেন্ট সংক্ষেপ অমৃত গোটা দেশে শুরু হবে খুব তাড়াতাড়ি | বর্তমানে যে সরকারি ন্যায্যমূল্যের ওষুধের দোকানগুলি রয়েছে সেখানে ওষুধ সহ চিকিত্সা সামগ্রীতে সর্বোচ্চ ৭৭ শতাংশ অবধি ছাড় মেলে | কিন্তু বেশিরভাগ সময়েই অভিযোগ ওঠে, দুরারোগ্য অসুখের দামী ট্যাবলেট সেখানে পাওয়া যায় না | এই সমস্যাই মেটাতে চালু হতে চলেছে অমৃত|
সরকারি এই ফার্মাসিতে থাকবে ওষুধের বিশাল সম্ভার| শুধু তাই নয় ক্যান্সারের মত চিকিত্সায় ব্যবহৃত দেড়-দুহাজার টাকা দামের ওষুধ অমৃত-এ পাওয়া যাবে মাত্র ১০০ থেকে ২০০ টাকায়| পাশপাশি ভ্যাকসিন, সিরাম, অ্যান্টিজেন ও নারকোটিক ড্রাগও মিলবে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই ফার্মাসিতে | অস্ত্রোপচারের জন্য ব্যবহৃত ছুরি-কাঁচিও রাখবে অমৃত | এছাড়াও এই ফার্মাসিতে বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে পাওয়া যাবে পেসমেকার, স্টিল ও টাইটেনিয়াম প্লেটের তৈরি প্রতিস্থাপন যন্ত্র, হিয়ার এড, কন্ট্যাক্ট লেন্স, পেন রিলিভার, কোমরের বেল্ট, কলারের মতো সামগ্রী| কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী অমৃত-এর এই ফার্মাসিতে প্যাথলজিক্যাল ও ডায়াগনস্টিক পরীক্ষার সুবিধেও পাওয়া যাবে | কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অনুপ্রিয়া পটেল জানান, শীঘ্রই গোটা দেশের বিভিন্ন শহরে আরও ৩০০টি অমৃত ফার্মাসি শুরু করবে কেন্দ্র | অন্যদিকে উত্তর-পূর্ব ভারতের প্রথম অমৃত ফার্মাসি চালু হয়েছে আসামে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *