BRAKING NEWS

উত্তর ভারতে কুয়াশার দাপট, সমস্যা ট্রেন ও বিমান চলাচলে

fogনয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): ঘন কুয়াশার কারণে মোটেও শান্তিতে নেই গোটা উত্তর ভারত| প্রায় প্রতিদিনই দেরিতে চলছে ট্রেন ও বিমান| দুর্ভোগে পড়ছেন অসংখ্য সাধারণ মানুষ| সোমবারই বা অন্যথা হবে কেন? এদিনও উত্তর ভারতে দেরিতে চলেছে ২৪টি ট্রেন| বাতিল করা হয়েছে ১টি ট্রেন| সময়সূচি পরিবর্তন করা হয়েছে ৫টি ট্রেনের| ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায সমস্যা হয়েছে বিমান চলাচলেও| দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ৮টি অন্তদের্শীয় এবং ৬টি আন্তর্জাতিক বিমান দেরিতে ওঠানামা করেছে|
ঘন কুয়াশার পাশাপাশি ঠান্ডায় কাৱু গোটা উত্তর ভারত| রবিবারই দিল্লি এবং আশেপাশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.২ ডিগ্রি সেলসিয়াস| রবিবারের রাত শ্রীনগরে ছিল মরসুমের শীতলতম রাত| তাপমাত্রা ছিল ৪.৯ ডিগ্রি সেলসিয়াস|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *