BRAKING NEWS

৩৭ লক্ষ মার্কিন ডলারে বিক্রি হল নিউটনের লেখা বই ‘প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা

নিউ ইয়র্ক, ১৮ ডিসম্বর (হি.স): নিলামে সর্বোচ্চ ৩৭ লক্ষ মার্কিন ডলারে  বিক্রি হল স্যর আইজ্যাক নিউটনের লেখা বই ‘প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা।’ বুধবার নিউ ইয়র্কের ‘ক্রিস্টিজ অকশন’ সংস্থা থেকে ৩৭ লক্ষ মার্কিন ডলার খরচ করে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি বইটি কিনেছেন। এর আগে কোনও বিজ্ঞান বিষয়ক বই এত দামে বিকোয়নি। ১৭৮৭ সালে লেখা এই বইটিতেই প্রথম গতিসূত্র এবং মাধ্যাকর্ষণ শক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করেন নিউটন। প্রথম সংস্করণে ইউরোপ মহাদেশের জন্য ৮০টি এবং ব্রিটেনের জন্য ৪০০টি বই প্রকাশিত হয়েছিল।চামড়ায় মোড়া ২৫২ পাতার বইটিতে কাঠে খোদাই করা একটি নকশাও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *