BRAKING NEWS

কার্ড সোয়াইপ করেই এলপিজি গ্যাসের দাম মেটাতে পারবেন গ্রাহকরা

pos-machine-copyনয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.) : পেট্রোল পাম্প, ট্রেনের টিকিটের পর এবার গ্যাসেও চালু হল ক্যাশলেস পেমেন্ট | এটিএম আর ব্যাঙ্কের লাইনের ঝুট ঝামেলা ছেড়ে কার্ড বা অনলাইন পেমেন্টের মাধ্যমে রান্নার গ্যাস কেনার ব্যবস্থা চালু করল ইন্ডেন| কিছুদিনের মধ্যে এইচপি ও ভারত গ্যাসও ডিজিট্যাল পেমেন্টের স্টিটেম চালু হয়ে যাবে|
অনলাইনে গ্যাস ৱুকিং প্রক্রিয়ায় এখন বেশ অভ্যস্ত শহরবাসী | এবার নগদ টাকার সমস্যা এড়াতে এবং সরকার ঘোষিত সুযোগ সুবিধা পেতে ডিজিট্যাল পেমেন্টে জোর দিচ্ছে গ্যাস ডিলাররাও | এবার থেকে কার্ড সোয়াইপ করে এলপিজি গ্যাসের দাম মেটাতে পারবেন গ্রাহকরা | এর জন্য গ্যাস ডেলিভারি বয়দের কাছে থাকতে হবে পিওসি মেশিন | এই পরিষেবার নাম দেওয়া হয়েছে ইডি টাইপ|
অনলাইনে এলপিজি গ্যাস ৱুকিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে | গ্যাস ডেলিভারির সময় ওই ওয়ান টাইম পাসওয়ার্ডের নাম্বারটির মাধ্যমেই পেমেন্ট সম্পূর্ণ হবে | পিওসি মেশিনে ওই ওয়ান টাইম পাসওয়ার্ডটি দিলেই গ্রাহকের তথ্য ও পেমেন্ট উইন্ডো খুলে যাবে | তখনই গ্রাহকের ডেবিট বা ক্রেডিট কার্ড সোয়াইপ করলেই ক্যাশলেস পেমেন্ট কমপ্লিট | তবে এর জন্য গ্যাসের মোট দামের অতিরিক্তি ৫.২২ টাকা চোকাতে হচ্ছে গ্রাহককে | ইতিমধ্যেই কলকাতার বেশ কিছু অঞ্চলে এবং উত্তর ২৪ পরগণায় শুরু হয়ে গিয়েছে গ্যাস কেনায় ডিজিট্যাল লেনদেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *