BRAKING NEWS

অগ্ণিদগ্দ হয়ে জিরানীয়ায় শিশুর মৃত্যু, গোর্খাবস্তিতে আশঙ্কাজনক গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর৷৷ জিরানিয়ার একটি ইট ভাট্টায় অগ্ণিদগ্দ হয়ে মৃত্যু হ য়েছে শ্রমিক পরিবারের এক শিশুর৷ শিশুটির নাম কুন্তল চৌহান(১)৷ বাড়ি হরিয়ানায়৷ জিরানিয়ার লক্ষ্মী ইট ভাট্টায় কাজ করত শিশুটির মা বাবা৷ সন্ধ্যায় শিশুকে খাওয়াদাওয়া শেষ করে ঘুম পাড়িয়ে পুনরায় ইট ভাট্টায় কাজ করতে গিয়েছিল শিশুর মা বাবা৷ ঘরের ভিতরে মোমবাতি জ্বালিয়ে রেখে গিয়েছিল৷ সে মোমবাতির আগুন বিছানায় ছড়িয়ে পড়ে৷ মুহূর্তেই শ্রমিক শেডে আগুন ছড়িয়ে পড়ে৷ ইট ভাট্টার শ্রমিকরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন৷ ততক্ষণে শিশুটি অগ্ণিদগ্দ হয়৷ তার শরীরের প্রায় ৭০ শতাংশ ঝলসে যায়৷ শিশুটিকে উদ্ধার করে জিরানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে জিবিতে স্থানান্তর করা হয়৷ কিন্তু শেষরক্ষা করা যায়নি৷ তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে৷
এদিকে, রবিবার ভোর রাতে গোর্খাবস্তীতে অগ্ণিদগ্দ হয়েছে এক গৃহবধূ৷ তার নাম নমিতা ঘোষ৷ শৌচাগারে গিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ঐ গৃহবধূ৷ জানা যায়, রাতে স্বামী-স্ত্রী একসঙ্গেই ঘুমিয়েছিলেন৷ ভোর রাতে প্রাকৃতিক কাজ করার জন্য নমিতা ঘোষ বের হন৷ স্বামী কিছুক্ষণ বাদে লক্ষ্য করেন শৌচাগার থেকে ধোঁয়া বেরুচ্ছে৷ তখনই দরজা ভেঙ্গে স্ত্রীকে উদ্ধার করেন৷ তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তার শরীরের ৭৫ শতাংশ ঝলসে গেছে৷ জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঐ গৃহবধূ৷ মহিলার স্বামী অশোক ঘোষ জানিয়েছেন, পরিবারে তেমন কোন ঝামেলা ছিল না৷ আত্মহত্যার চেষ্টার কারণ সম্পর্কে তিনি বিস্তারিত তথ্য জানান নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *