BRAKING NEWS

দুর্নীতি দূর করতে নোট বাতিলের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, দাবি প্রধানমন্ত্রীর

pm-narendra-modiআহমেদাবাদ, ১০ ডিসেম্বর (হি.স.) : দুর্নীতি দূর করতে নোট বাতিলের সিদ্ধান্ত একটা বড় এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ | আমার নিন্দা করতেই পারেন, কিন্তু মানুষকে মোবাইল ব্যাঙ্কিং সম্পর্কে অবগত করুন | বিরোধীদের একহাত নিয়ে শনিবার গুজরাটের দিশার জনসভা থেকে এবার এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী |
জনসভা থেকে তিনি আরও বলেন, কালো টাকা ফেরাতে নোট বাতিলের এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেই কারণেই মাওবাদীরা দলে দলে আত্মসমর্পণ করতে শুরু করেছে | পাশপাশি, নোট বাতিল করায় সন্ত্রাসবাদীরাও জব্দ হচ্ছে | কারণ, নোট বাতিল করে সন্ত্রাসবাদীদের শিরদাঁড়া ভেঙে দেওয়া হয়েছে | মাওবাদী ও সন্ত্রাসবাদীদের শক্তি ঘাঁটি যেখানে ভেঙে যাচ্ছে ওই সিদ্ধান্তের ফলে, সেখানে বিরোধীরা কেন ক্রমাগত আক্রমণ করছে, সেই প্রশ্নও তোলেন প্রধানমন্ত্রী | গরীবের হাত শক্ত করতেই নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে | শুধু তাই নয়, বিদেশ থেকে কালো টাকা ফেরাতে এবং জাল নোটের কারবারীদের রুখতে ওই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এভাবেই সুর চড়ালেন প্রধানমন্ত্রী মোদী |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *