BRAKING NEWS

দূতাবাসের নগদ খরচে বিধিনিষেধ না তুললে পালটা পদক্ষেপের হুমকি মেস্কার

russian-flag-1168861_960_720মস্কো, ৬ ডিসেম্বর (হি.স.) : এবার নোট বাতিল নিয়ে ক্ষোভ প্রকাশ করল রাশিয়া| দিল্লিতে দূতাবাসের কাজকর্ম ঠিক মত চালানো যাচ্ছে না, এই অভিযোগে বিদেশ মন্ত্রকের কাছে জবাব তলব করলেন ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত | এমনকী দূতাবাসের নগদ খরচের ওপর বিধিনিষেধ না তুললে পালটা পদক্ষেপের হুমকি দিয়েছে মস্কো |
নোট বাতিলের পর দূতাবাসগুলির খরচে রাশ টেনেছে কেন্দ্রীয় সরকার| যার ফলে সপ্তাহে ৫০,০০০ টাকার বেশি নগদ খরচ করতে পারছে না তারা | এর ফলে দূতাবাস চালাতে ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে জানিয়ে গত ২ ডিসেম্বর বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে চিঠি দিয়েছেন ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার কাদাকিন| সেই চিঠির উত্তর এখনো মেলেনি বলে ক্ষোভ প্রকাশ করা হয়েছে দূতাবাসের তরফে|
রুশ দূতাবাসের কর্মীদের অভিযোগ, নগদের অভাবে ভাল করে খাওয়াদাওয়া করতে পারছেন না তাঁরা| এত কম টাকায় কী করে এতবড় একটি দূতাবাস চালানো সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা| ওদিকে কেন্দ্র বিষয়টিতে গা না-করায় পালটা পদক্ষেপের হুমকি দিয়েছে ক্রেমলিন|
মস্কো থেকে রুশ বিদেশমন্ত্রকের প্রতিনিধি জানিয়েছেন, দূতাবাসের নগদ জমা রাখার ওপর বিধিনিষেধ আরোপ আন্তর্জাতিক বিধি বিরোধী| এ বিষয়ে ভারত সরকারের তরফে আধিকারিকভাবে কিছু জানানো না-হলেও সূত্রের খবর, নোট বাতিলের ফলে এদেশে অবস্থিত দূতাবাসগুলি ও অনাবাসী ভারতীয়দের কী সমস্যা হচ্ছে তা জানতে বিভিন্ন মন্ত্রককে নিয়ে একটি কমিটি তৈরির প্রস্তুতি চলছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *