BRAKING NEWS

আখাউড়া রোডে যান দূর্ঘটনা ইস্যুতে বিভিন্ন দাবীতে এসডিএম সকাশে বিজেপি

bjp-sdmআগরতলা, ২৯ নভেম্বর৷৷ সোমবার সন্ধ্যার পর আগরতলা শহরের অনতিদূরে আখাউরা রোডে একটি যান দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা সৃষ্টি হয়৷ টিআর০১এফ-০৫৮৮ নম্বরের একটি মারুতী সুজুকি গাড়ী চালক মদমত্ত অবস্থায় অতি দ্রুত ও বেপরোয়া ভাবে গাড়ী চালিয়ে প্যারীবাবুর বাগান সন্নিকটে আখাউরা রোডে পথচারী লোক সহ বাইক ও রিক্সা চালকদের ধাক্কা দিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়৷ এই ঘটনায় বাইক চালক, রিক্সা চালক, মহিলা ও শিশু সহ ৭/৮ জন লোক মারাত্মক জখমপ্রাপ্ত হয়৷ স্থানীয় জনগণ আহত লোকদের সাথে সাথে নিকটবর্তী আইজিএম ও জিবি হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিক করেন৷ তারা উত্তেজিত হয়ে অভিযুক্ত গাড়ী চালককে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আখাউরা রোড অবরোধ করেন৷ এই খবরে সদর মহকুমা শাসক ও পুলিশ আধিকারিকগণ ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন এবং পথ অবরোধ মুক্ত করার জন্য স্থানীয় জনগণের সঙ্গে আলোচনা করার সময় সিপিআই(এম) আশ্রিত একদল দুসৃকতকারী প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে পথ অবরোধকারী স্থানীয় জনগণের উপর হামলা চালান, অশ্লীল ভাষায় গালিগালজ করে এবং মহিলাদের সঙ্গে অসৈজন্যমূলক আচরণ করে৷ তারা ভারতীয় জনতা পার্টির রামনগর মন্ডল কমিটির সভাপতি আশিষ পাল সহ অন্যান্যদের উপরও শারিরীক নির্যাতন করে৷
এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ বিকালে ভারতীয় জনতা পার্টির রামনগর মন্ডল কমিটির উদ্যোগে ১০ জনের এক প্রতিনিধি দল প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক ও ৭ ও নং রামনগর মন্ডল সভাপতি আশিষ পালের নেতৃত্বে সদর মহকুমা শাসকের কার্য্যালয়ে গিয়ে ২ দফা দাবীর সমর্থনে এক ডেপুটেশনে মিলিত হয়৷ দাবীগুলি হল, সময়ের গুরুত্ব বিবেচনায় আখাউরা রোর্ডের বর্ডার গোল চক্কর থেকে ফায়ার ব্রিগেড চৌমুহনী পর্যন্ত রাস্তার পাশে সর্বক্ষণ পার্কিং করে রাখা ট্রাক গাড়ীগুলিকে অবিলম্বে সরিয়ে দেয় পার্কিং এর উপর নিষেধাজ্ঞা জারি করতে হবে৷ দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সরকারি খরচে সু-চিকিৎসার ব্যবস্থা করতে হবে৷ মহকুমা শাসক প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় দাবীগুলির যৌক্তিকতা স্বীকার করেন এবং অবিলম্বে দাবীগুলির বাস্তবায়নে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন৷ তিনি আরও বলেন বড় ট্রাক গাড়ীগুলির পার্কিং এর উপযুক্ত ব্যবস্থা করা সাপেক্ষে, এই রাস্তায় অবিলম্বে উপযুক্ত ট্রাফিক পুলিশের ব্যবস্থা নেওয়া হবে এবং দাবী অনুযায়ী দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার উপযুক্ত ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *