BRAKING NEWS

জাপানে শক্তিশালী ভূকম্পন, জারি সুনামি সতর্কতা

earth-quakeটোকিও, ২২ নভেম্বর (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্ব জাপান| রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৪| ভূকম্পনের জেরে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর নেই, তবে জারি করা হয়েছে সুনামি সতর্কতা| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৫.৫৯ মিনিট নাগাদ জোরালো ভূকম্পন অনুভূত হয় উত্তর-পূর্ব জাপানের ফুকুশিমা শহরে| বড় কম্পনের পর বেশ কয়েকবার মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে ফুকুশিমায়| জাপান মেটরোলজিক্যাল এজেন্সির রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পের উত্সস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার গভীরে| টোকিও শহরেও এই কম্পন অতিমাত্রায় টের পাওয়া গিয়েছে|
ভূমিকম্প হওয়া মাত্রই ঢেউ আছড়ে পড়ে ফুকুশিমা ও মিয়াগির সমুদ্রতটে| তারপরই সমগ্র সমুদ্র উপকূল ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় বাসিন্দাদের| স্থানীয় সময় সকাল ৮টা নাগাদ জাপানের উত্তর-পূর্ব উপকূলে সেন্ডাই বন্দরে আছড়ে পড়া ঢেউয়ের উচ্চতা ছিল ৪.৬ ফুট| জলস্তর ৩ মিটার অর্থাত্ প্রায় ১০ ফুট পর‌্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করেছে বিশেষজ্ঞরা| সুনামি সতর্কতা জারি করা হয়েছে ইওয়াতে ও ইবারাকিতেও|
জাপান সিসমিক জোনে অবস্থিত হওয়ায় বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলির একটি হিসেবে গণ্য হয়| গোটা বিশ্বে রিখটার স্কেলে ৬ তা তার বেশি মাত্রার যত ভূমিকম্প হয় তার ২০ শতাংশই জাপানে হয় বলে সমীক্ষায় দেখা গিয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *