BRAKING NEWS

সংসদের শীতকালীন অধিবেশনের আরও একটি দিন পণ্ড, ধর্নায় তৃণমূল

Parliament-of-Indiaনয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.): নোট বাতিল ইসু্যতে সংসদের শীতকালীন অধিবেশনের আরও একটি দিন পণ্ড| সোমবার বিরোধীদের তুমুল হই-হট্টগোলের জেরে একাধিকবার মুলতুবি করতে হয় সংসদের উভয় কক্ষের অধিবেশন| এদিন অধিবেশন শুরুর প্রাক্কালে সংসদে বৈঠক করে তৃণমূল, কংগ্রেস, বাম সহ অন্যান্য বিরোধীরা| বৈঠকের পর তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেছেন, আগামী ৱুধবার নোট বাতিলের বিরুদ্ধে সংসদের সামনে ধর্নায় সামিল হবে ২০০ জন সাংসদ|
গত তিন দিনের মতো সোমবারও গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল সাংসদরা| বিরোধীরা ঠিক করছেন মঙ্গলবার ফের বৈঠকে বসবেন তাঁরা| এদিকে, বিরোধীদের বিক্ষোভকে পাত্তা না দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন, ‘বিরোধীরা শুধু শুধু অজুহাত দেখাচ্ছে| তারা বিতর্ক থেকে পালাতে চাইছে বলেই অধিবেশন ভণ্ডুল করছে|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *