BRAKING NEWS

মেঘালয়ে জঙ্গিদের কাছে ঢের অচল নোট, ব্যাংকজাত করার মরিয়া চেষ্টা : ডিজিপি

meghalaya-policeশিলং (মেঘালয়), ২১ নভেম্বর, (হি.স.) : কেন্দ্রীয় সরকার কর্তৃক ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর ফাঁপরে পড়েছে মেঘালয়ের বিভিন্ন উগ্রপন্থী সংগঠন। এতদিন অপহরণ ও হুমকি দিয়ে আদায়কৃত লক্ষ লক্ষ টাকার পাঁচশো ও এক হাজারি নোট গোপন স্থান থেকে বের করে এগুলো বেহাতে ব্যাংকে জমা দেওয়ার মরিয়া হয়ে ওঠেছে গারো ন্যাশনাল লিবারেশন আর্মি (জিএনএলএ), আচিক ন্যাশনাল লিবারেশন আর্মি (এএনএলএ বা আনলা), আচিক সোংগা আনপাচাকগিবা কটক (এএসএকে বা আসাক), হিনিউত্রেপ ন্যাশনাল লিবারেশন কাউন্সিল (এইচএনএলসি), আচিক ন্যাশনাল ভলান্টিয়ার কাউন্সিল প্রভৃতি রাজ্যের জঙ্গি সংগঠনগুলি। তবে এ-ব্যাপারে তাঁরা সতর্ক দৃষ্টি রেখে চলেছেন বলে জানিয়েছে মেঘালয় পুলিশের মহানির্দেশক এসবি সিং। তবে জমাকৃত এই টাকাগুলির সন্ধানে ইতিমধ্যে গোয়েন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
পুলিশপ্রধানের কাছে খবর আছে, জিএনএলএ-প্রধান সোহন ডি শিরা জঙ্গলাবৃত কোনও জলাধারের নীচে বিপুল পরিমাণের অচল টাকা লুকিয়ে রেখেছ। ক্যাডারদের মাধ্যমে তোলা আদায় করে বিশাল সম্পত্তি গড়েছে সে। তার জন্যই বহু ক্যাডার সংগঠনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। তিনি জানান, অতি সম্প্রতি সোহনের ভগ্নিপতিকে আটক করে বহু পরিমাণের নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ টাকাগুলি উদ্ধার করতে না-পারলেও, যেহেতু এগুলি অচল হয়ে গেছে তাই এমনিতেই নষ্ট হয়ে যাবে, বলেন ডিজিপি এসবি সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *