BRAKING NEWS

ভূস্বর্গে তীব্র শৈত্যপ্রবাহ, বিঘ্ন উড়ান পরিষেবায়

coldশ্রীনগর, ২১ নভেম্বর (হি.স.): হিমাঙ্কের নিচে নেমে গিয়েছে কাশ্মীর উপত্যকার তাপমাত্রা| ভূস্বর্গে শুরু হয়েছে তীব্র শৈত্যপ্রবাহ| যে কারণে শ্রীনগর বিমানবন্দরে গত কয়েক দিন ধরে ভোরের দিকের উড়ান বাতিল করা হয়েছে| দুপুরের দিক থেকে বিমানের ওঠানামা স্বাভাবিক হয়েছে|
আবহাওয়া দফতর জানিয়েছে, গত বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে শ্রীনগরের তাপমাত্রা ২.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল| দক্ষিণ কাশ্মীরের পহেলগামে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস| স্কি রিজর্ট গুলমার্গে তাপমাত্রা ০.৬ ডিগ্রি সেলসিয়াস| লেহ-তে তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস| কার্গিলে তাপমাত্রা ৯.২ ডিগ্রি সেলসিয়াস| এই মুহুর্তে রাজ্যের শীতলতম স্থান হল এই কার্গিল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *