BRAKING NEWS

দু’ধরনের ১০ টাকার কয়েনই বৈধ, বিবৃতি রিজার্ভ ব্যাঙ্কের

coinমুম্বই, ২১ নভেম্বর (হি.স.): বেশ কিছুদিন ধরেই ১০ টাকার কয়েন নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছিল| এবার সেই বিভ্রান্তি কাটানোর জন্য উদ্যোগী হল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া| এক বিবৃতি প্রকাশ করে আরবিআই জানিয়েছে, বাজারে যে সব ১০ টাকার কয়েন গুলি রয়েছে সেগুলি বৈধ ও আইনসিদ্ধ| তাই এই সব অপপ্রচারকে উপেক্ষা করে সকলকে ১০ টাকার কয়েন গ্রহণ করার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক|
সাধারণ মানুষের বিভ্রান্তি দূর করতে আরবিআই-এর তরফে বলা হয়েছে, একটি কয়েন বা টাকা অনেকদিন ধরে বাজারে চলার পর তার মধ্যে কিছু পরিবর্তন আনা হয়| ২০১১ সাল থেকে এই কয়েনে টাকার চিহ্ন দেওয়া শুরু করেছে রিজার্ভ ব্যাঙ্ক| তার আগে টাকার চিহ্ন ছাড়াই ১০ টাকার কয়েন প্রকাশ করা হয়েছিল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *