BRAKING NEWS

ট্রেন দুর্ঘটনায় সরকারের বিভিন্ন ক্ষেত্র থেকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২০ নভেম্বর (হি.স.) : ইন্দোর–পাটনা ট্রেন দুর্ঘটনায় বিভিন্ন ক্ষেত্র থেকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা । মাঝরাতে ভয়াবহ দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সাড়ে ৩ লক্ষ করে টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। ঘোষণা করলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। তিনি জানিয়েছেন, দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সাড়ে ৩ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। গুরুতর জখমদের ৫০,০০০ এবং যাঁরা অল্পবিস্তর চোট পেয়েছেন, তাঁদের ২৫,০০০ টাকা করে দেওয়া হবে। ক্ষতিপূরণের ঘোষণা করেছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মৃতদের পরিবারকে ২ লক্ষ এবং গুরুতর জখমদের ৫০,০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে মধ্যপ্রদেশ সরকার। একই অঙ্কের ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, উত্তর প্রদেশ সরকারের তরফে নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ঘোষণা করেছে। গুরুতর আহতরা পাবেন ৫০ হাজার টাকা। আর আহতদের ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।
ভোর সওয়া তিনটে নাগাদ উত্তরপ্রদেশের কানপুরের কাছে ইন্দোর–পাটনা এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে যায়। মৃত্যু হয়েছে ৯১ জনের। আহতের সংখ্যা দুইশো ছাড়িয়েছে। তদন্তের নির্দেশ দিয়েছে রেল মন্ত্রক। পরিস্থিতি খতিয়ে দেখতে আজই দুর্ঘটনাস্থলে পৌঁছচ্ছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তিনি। পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও। বারাণসী এবং লখনউ থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দু’টি দলকে দুর্ঘটনাস্থলে পাঠিয়েছেন তিনি। উদ্ধারকাজ শুরু হয়েছে। তবে ওই রুটের ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। বাতিল হয়েছে বহু দূরপাল্লার ট্রেনও। আটকে পড়া যাত্রীদের বাসে করে কানপুর নিয়ে যাওয়া হচ্ছে।-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *