BRAKING NEWS

ব্যাঙ্কে টাকা তুলতে গিয়ে মিলল ১৫ কেজি ওজনের দশ টাকার কয়েনের বস্তা

10-rupees-coin-newনয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.) : নোটের এই আকালের মধ্যে টাকা পেয়ে মাথা খারাপ দিল্লি নিবাসী ইমতিয়াজ আলমের| ব্যাঙ্কে টাকা তুলতে গিয়ে টাকা পেলেন বটে কিন্তু তা সবই কয়েনে|
দিল্লির জামিয়া নগরের বাসীন্দা ইময়িাজ আলমের জরুরী কাজে গোয়া যাওয়ার কথা ছিল| খরচের জন্য তাই তিনি স্থানীয় জামিয়া নগরের একটি এটিএমে যান তিনি| সেখানে কিছুক্ষণ দাঁড়াবার পর শোনেন এটিএম খারাপ হয়ে গেছে | ব্যাধ্য হয়েই তিনি দাঁড়িয়ে পড়েন একটি ব্যাঙ্কের টাকা তোলার লাইনে| টানা পাঁচ ঘণ্টা লাইনে দাঁড়াবার পর কাউন্টারে গিয়ে পৌঁছান| কিন্তু কাউন্টারে গিয়ে ্‌জানতে পারলেন সেখানে টাকা নেই|
ব্যাঙ্কে টাকা না থাকলেও অন্য একটি উপায় বাতলে দিলেন ব্যাঙ্কেরই ম্যানেজার| তিনি ইমতিয়াজকে বলেন, আপনার টাকা আপনি পেতে পারেন| কিন্তু তা নিয়ে হবে দশ টাকার কয়েনে| অন্তত কুড়ি হাজার টাকার প্রয়োজন ছিল ইমতিয়াজের| বাধ্য হয়েই ম্যানেজারের ওই প্রস্তাবে রাজি হয়ে যান তিনি| ব্যাঙ্ক থেকে ইমতিয়াজের হাতে ধরিয়ে দেওয়া হল ১৫ কেজি ওজনের দশ টাকার কয়েনের একটি বস্তা| সেই বস্তা নিয়েই বাড়ি ফিরলেন ইমতিয়াজ| এখন ঘর ভরে গেছে দশ টাকার কয়েনে| বাড়ির সকলে মিলে সেই কয়েন গুণতে বলেছেন তিনি| কিন্তু দশ টাকার এই কয়েন আবার চলবে তো? সেটাই এখন প্রশ্ন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *