BRAKING NEWS

নিজের কালো টাকা আটকাতে শিশুদের মত কান্নাকাটি করছেন মুখ্যমন্ত্রী: দিলীপ ঘোষ

dilip-ghoshকলকাতা, ১৮ নভেম্বর (হি.স.) : নিজের কালো টাকা আটকাতে রাস্তায় নেমে শিশুদের মত কান্নাকাটি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| শুক্রবার এভাবেই আক্রমণের সুর চড়ালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ| এদিন তিনি দলের রাজ্য দফতরে এক সাংবাদিক সম্মেলনের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, মুখ্যমন্ত্রী যাদের ভরসায় দিল্লিতে গিয়েছিলেন, একজন ছাড়া কেউই তাঁর পাশে নেই| তাঁর বক্তব্যে স্পষ্ট হয় না যে তিনি কালো টাকার পক্ষে নাকি বিপক্ষে| তিনি অভিযোগ করে বলেন, মুখ্যমন্ত্রী কখনও বলছেন কেন্দ্রের নোট পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে| আবার এখন আবার বলছেন, নতুন নোটের পাশাপাশি পুরোনো নোট চালানোর দাবি তুলছেন| মুখ্যমন্ত্রীর সঠিক দাবিটা কী, তা বাংলার মানুষের কাছে এখনও অস্পষ্ট| আসলে মুখ্যমন্ত্রী নতুন নোটের পাশাপাশি পুরোনো নোট চালানোর দাবি করে নিজের কাছে থাকা কালো টাকা বাঁচাতে ব্যস্ত হয়ে উঠেছেন বলে দিলীপবাৱু অভিযোগ করেন| তিনি আরও বলেন, নিজেকে সততার প্রতীক বলে বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করছেন| পাশাপাশি বাংলার রাজনীতিকে নোংরা করছেন| খেলনা ভেঙে গেলে বাচ্চা শিশুরা যেমনভাবে কান্নাকাটি করে, ঠিক যেভাবেই মুখ্যমন্ত্রী দিল্লির রাজপথে নেমে কান্নাকাটি করা শুরু করেছেন| প্রথমে বিহারের লালু প্রসাদ ও উত্তরপ্রদেশের মুলায়ম সিংকে বলেও পাশে না পেয়ে কেজরিওয়ালকে সঙ্গে নিয়ে রাস্তা নেমেছেন| অথচ এই আন্দোলনে কোন সাড়া ফেলে নি বলেও তিনি অভিযোগ করেন| তিনি বলেন, গত ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে সিপিএমকে কালো টাকার মালিক ও কংগ্রেসকে দুর্নীতির আঁতুরঘর বলে আখ্যা দিয়ে প্রচার করেছেন| অথচ কালো ও জাল টাকা বন্ধ করতে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে নামতে সেই সিপিএম ও কংগ্রেসের হাত ধরার জন্য আবেদন জানিয়েছেন| এভাবে বাংলার মানুষকে মুখ্যমন্ত্রী প্রতারণা করছেন বলে তিনি অভিযোগ করেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *