BRAKING NEWS

ট্রাম্প প্রশাসনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হচ্ছেন মাইকেল ফ্লাইনকে

mikeflynn-copyওয়াশিংটন, ১৮ নভেম্বর (হি.স.) : অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাইকেল ফ্লাইনকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়ার প্রস্তাব দিলেন ডোনাল্ড ট্রাম্প| আনুষ্ঠানিকভাবে খুব শিগগির সেই প্রস্তাব গ্রহণ করতে চলেছেন সদ্য শেষ হওয়া নিবাচনে ট্রাম্পের প্রধান পরামর্শদাতা ফ্লাইন | এমনটাই জানালেন ট্রাম্পের এক আধিকারিক|
একদা ডেমোক্র‌্যাটসদের সমর্থক ওবামা প্রশাসনে মার্কিন প্রতিরক্ষা সংস্থার হর্তাকর্তা ছিলেন মাইকেল ফ্লাইন| কট্টরপন্থী ইসলামের বিরুদ্ধে একটি দ্য ফিল্ড অফ ফাইট: হাউ উই ক্যান উইন দ্য গ্লোবাল ওয়ার এগেইনস্ট র‌্যাডিক্যাল ইসলাম অ্যান্ড ইট্স অ্যালাইজ নামের একটি বই লিখে ইসলামি জঙ্গিদের রুখতে ওবামা সরকারের ব্যর্থতা নিয়ে সরব হন ফ্লাইন| যে কারণে মেয়াদ শেষ হওয়ার আগেই বরখাস্ত করা হয় তাঁকে| তারপরই রিপাবলিকানদের দিকে ঝোঁকেন ফ্লাইন| সদ্য শেষ হওয়া নির্বাচনের প্রচারে ট্রাম্পের প্রধান পরামর্শদাতা হিসেবে কাজ করেছিলেন|
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই তাঁকে বিশেষ পদ পাইয়ে দিতে উঠে পড়ে লাগেন ট্রাম্প| প্রথমে ফ্লাইনকে প্রতিরক্ষা সচিব করার কথা ওঠে| কিন্তু তারজন্য কংগ্রেসের সমর্থন দরকার ছিল| পেন্টাগনের দায়িত্ব নিতে গেলে কমপক্ষে সাত বছর আগে অবসর নিতে হয়| এছাড়া মার্কিন সেনেটেও ৫১ জনের সমর্থন প্রয়োজন| কিন্তু রিপাবলিকানদের ভোট পেলেও তা সম্ভব ছিল না| তাই এক কদম এগিয়ে তাঁকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নেন ট্রাম্প|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *