BRAKING NEWS

ভিয়েনা বৈঠকেও এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তির বিরোধিতা চিনের

INDIA-CHINAবেজিং, ১৬ নভেম্বর (হি.স.) : ভারতের পরমাণু জ্বালানি সরবরাহকারী রাষ্ট্রের গোষ্ঠী (এনএসজি)তে অন্তর্ভুক্তি নিয়ে বিরোধিতা জারি রেখেছে চিন| ভারতের অন্তর্ভুক্তির নিয়ে আলোচনা করতে গত ১১ তারিখ ভিয়েনায় বৈঠকে বসেছিল এনএসজি-র বর্তমান সদস্য দেশগুলি| সেখানে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে অনড় অবস্থান বজায় রাখে চিন|
এই বৈঠকে বেজিংয়ের তরফে প্রস্তাব দেওয়া হয়, পরমাণু অস্ত্র-প্রসাররোধ চুক্তি (এনপিটি) স্বাক্ষর করেনি, এমন দেশগুলির অন্তর্ভুক্তির ক্ষেত্রে দু-ধাপ কৌশল অবলম্বন করা হোক| প্রথম ধাপ হবে এমন একটি সমাধানসূত্র বের করা, যা সব নন-এনপিটি দেশের ক্ষেত্রেই প্রযোজ্য| এর জন্য বিশদে আলোচনার প্রয়োজন| দ্বিতীয় ধাপ হল, প্রত্যেক আবেদনকারী দেশের ইসু্যকে আলাদা আলাদা করে নিপরেক্ষভাবে খতিয়ে দেখা| যাতে, গোষ্ঠীর মূল ভিত্তি অটূট থাকে|
প্রসঙ্গত, এর আগে দক্ষিণ কোরিয়ার সিওলে গোষ্ঠীর প্লেনারিতে চিনের আপত্তির জন্যই এনএসজি সদস্যপদ পায়নি ভারত| অন্য সব দেশ রাজি থাকলেও, ভেটো দিয়ে পরমাণু জ্বালানি সরবরাহকারী রাষ্ট্রের গোষ্ঠীতে ভারতের অন্তর্ভুক্তি আটকে দেয় চিন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *