BRAKING NEWS

কংগ্রেসের বিক্ষোভে উত্তাল সংসদ, প্রশ্ন উঠল ২০০০ টাকার নোট নিয়ে

congressনয়াদিল্লি, ১৬ নভেম্বর (হি.স.): কংগ্রেসের বিক্ষোভে শীতকালীন অধিবেশনের প্রথম দিনই হল উত্তাল| কংগ্রেস প্রশ্ন তুলে দিল নতুন ২০০০ টাকার নোট নিয়েও| কংগ্রেস নেতা আনন্দ শর্মার কটাক্ষ, ‘ছোটবেলায় যে নোট নিয়ে আমরা খেলা করতাম, সেরকম নোটই এখন বাজারে এসেছে|’ আনন্দ শর্মার কথায়, প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু থেকে শুরু করে অটলবিহারী বাজপেয়ী, সমস্ত প্রাক্তন প্রধানমন্ত্রীকে অপমান করেছেন নরেন্দ্র মোদী| ওঁর ক্ষমা চাওয়া উচিত| ৱুধবার ছিল শীতকালীন অধিবেশনের প্রথম দিন| অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘সরকার খোলা মনে আলোচনার জন্য প্রস্তুত|’ অথচ শুরু থেকেই বিরোধীরা হৈচৈ শুরু করে দেন| মূলত পাঁচশো ও হাজার টাকার নোট বাতিল ইসু্য নিয়েই এদিন উত্তাল হয়েছে সংসদ|
কংগ্রেসের পক্ষ থেকে আনন্দ শর্মা এদিন অধিবেশনের শুরু থেকেই সরকারের বিরুদ্ধে সুর চড়ান| প্রাক্তন বাণিজ্যমন্ত্রী বলেছেন, ৬৩ হাজার কোটি টাকার নোট বাজারে ছিল| তার মধ্যে ৮৬ শতাংশ টাকা ৫০০ এবং ১০০০-এর নোটে ছিল| চাষি থেকে শুরু করে শ্রমিক, ছোট ব্যবসায়ী, এরা পকেটে ক্রেডিট কার্ড, চেকবই নিয়ে ঘোরে না| প্রধানমন্ত্রী কি সবদিক ভেবে এই সিদ্ধান্ত নিয়েছেন? সরকার বলছে ০০.০২ শতাংশ জাল নোট বাজারে রয়েছে| তার ভিত্তিতে ৮৬ শতাংশ মুদ্রা বাজার থেকে তুলে দিয়ে গোটা দেশের মানুষকে সমস্যায় ফেলার অর্থ কী? কালো টাকার সংজ্ঞা কী? সরকারকে বলতে হবে|
সংসদের ভিতরে প্রাক্তন বাণিজ্যমন্ত্রী এমনটা বললেও, টাকা তুলতে ব্যাঙ্কের বাইরে লাইনে দাঁড়িয়ে থাকা আম জনতা অবশ্য অন্য কথা বলছে| দেশের সিংহভাগ সাধারণ মানুষ বলছেন, অসুবিধা হচ্ছে ঠিকই, তবে মোদী সরকার সঠিক সিদ্ধান্তই নিয়েছে| অর্থাত্ বিরোধী রাজনৈতিক দলের নেতারা যতই চিত্কার চেঁচামেচি করুক না কেন, দেশবাসী কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে যথেষ্ট খুশিই|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *