BRAKING NEWS

প্রয়াত স্বনামধন্য গায়ক ও সুরকার লিওনার্দ কোহেন

leonardcohenওয়েস্টমাউন্ট, ১১ নভেম্বর (হি.স.): প্রয়াত হলেন স্বনামধন্য গায়ক ও সুরকার লিওনার্দ কোহেন| ১০ নভেম্বর, বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি| মৃতু্যকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর| সোনি মিউজিক কানাডা নিজেদের ফেসৱুক পেজে কোহেনের মৃতু্য সংবাদ জানিয়ে লিখেছে, দুঃখের সঙ্গে জানাচ্ছি কিংবদন্তি কবি, গীতিকার, শিল্পী নিওনার্দ কোহেন আমাদের ছেড়ে চলে গিয়েছেন| সঙ্গীত জগতের এক অন্যতম প্রতিভাকে আমরা হারিয়েছি|
১৯৩৪ সালের ২১ সেপ্টেম্বর কানাডার ওয়েস্টমাউন্টে জন্মগ্রহণ করেন কোহেন| ১৯৫৬ সালে তাঁর লেখা প্রথম কবিতার বই ‘লেট আস কমপেয়ার মাইথোলজি’ প্রকাশিত হয়| ১৯৫৭ সালে প্রকাশিত হয় দ্বিতীয় বই ‘দ্য স্পাইস বক্স অফ আর্থ’| এরপরই বেশ কয়েকটি বই লেখেন তিনি| আর্থিক দূরাবস্থা কাটাতেই সঙ্গীতের দুনিয়ায় পা রাখেন কোহেন| ১৯৬৭ সালে আমেরিকায় পাা রাখেন তিনি| সেই বছরই মুক্তি পায় তাঁর প্রথম অ্যালবাম ‘সঙ্গম অফ লেনার্ড কোয়েন’| বিপুল জনপ্রিয়তা অর্ঝন করে| এরপর ‘সঙ্গম ফ্রম এ রুম’ এবং ‘সঙ্গম অফ লাভ অ্যান্ড হেট’ নামের আরও দু’টি অ্যালবাম বার করেন কোহেন| সেগুলিও বিপুল জনপ্রিয়তা পায়| কর্মজীবনে বহু পুরস্কার পেয়েছেন তিনি| আজীবন কাজের জন্য ২০১০ সালের ৩১ জানুয়ারি ৫২ তম গ্র‌্যামি পুরস্কারের মঞ্চে তাঁকে সম্মানিত করা হয়| হার্বি হ্যাঙ্ককের ‘রিভার: দ্য জোনি লেটার্স’-এর জন্য ২০০৭ সালেও গ্র‌্যামি জিতেছিলেন তিনি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *