BRAKING NEWS

সুকলে ছাত্রছাত্রীর উপস্থিতির সংখ্যা বাড়াতে মিড-ডে-মিলে মাংস ও ভাত

mid-day-mealনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷ দক্ষিণ জেলার শান্তির বাজার মহকুমার পতিছড়ি এডিসি ভিলেজের কুপিলং নোয়াতিয়া পাড়া সুকলে মঙ্গলবার মিড ডে মিলে ছাত্রছাত্রীদের খাওয়ানো হল মাংস ভাত৷
শান্তির বাজারের পতিছড়ি এডিসি ভিলেজের কুপিং নোয়াতিয়া পাড়া সুকলে ছাত্রছাত্রীর সংখ্যা ৫৩ জন৷ সুকলে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার খুবই নগণ্য৷ তাতে রীতিমতো উদ্বিগ্ণ সুকলে নতুন যোগ দেওয়া প্রধান শিক্ষক৷ ছাত্রছাত্রীদের উপস্থিতির হার বাড়ানোর জন্য প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের কাছে অনুরোধ জানিয়ে এসেছেন৷ এমনকি মাসে ২-৩ বার মিড ডে মিলে ছাত্রছাত্রীদের মাংস খাওয়ানোর আশ্বাসও দিয়েছেন৷ সুকলে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ গ্রহণ করেছেন প্রধান শিক্ষক নিতাই দাস৷
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়ে মিড ডে মিল খাওয়ার জন্য ডাইনিং হল নেই৷ মেঝেতে বসে খেতে হয়৷ তাতে অসুবিধা হয়৷ অনেকে মিড ডে মিল খেতে চায়না৷ ডাইনিং হল তৈরি করে দেওয়া হলে সুবিধা হবে বলে তিনি জানান৷ এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যওতিনি দাবি জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *