BRAKING NEWS

প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ১৭৭ রানে হারিয়ে দিল সফরকারী দক্ষিণ আফ্রিকা

south-africa-australia-logoপার্থ, ৭ নভেম্বর (হি.স.) : ব্যাটে বলে দাপট দেখিয়ে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ১৭৭ রানে হারিয়ে দিল সফরকারী দল দক্ষিণ আফ্রিকা | এই ম্যাচে প্রথম ইনিংসে ২৪২ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা| জবাবে ২৪৪ রান করে অস্ট্রেলিয়া| দ্বিতীয় ইনিংসে ৫৪০ রান (ডিক্লেয়ার) করে দক্ষিণ আফ্রিকা| ৫৩৯ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩৬১রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া| ফলে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ১৭৭ রানে জয় পায় ফাফ দু প্লেসির দল | প্রথম ইনিংসে ২ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে জয়ের নায়ক কাগিসো রাবাদা| তবে অভিষেকেই নজর কেড়ে নেওয়া স্পিনার কেশব মহারাজ এবং অবিশ্বাস্য থ্রোয়ে ডেভিড ওয়ার্নারকে রান আউট করা টেম্পা বাভুমা, দু ইনিংসেই অর্ধশতরান করা কুইন্টন ডি ককও দক্ষিণ আফ্রিকার জয়ে অবদান রাখলেন|
পার্থ টেস্টে প্রথম ইনিংসে ২৪২ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা| কুইন্টন ডি কক ৮৪ ও বাভুমা ৫১ রান করেন| জবাবে ২৪৪ রানেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া| দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ডেল স্টেইন কাঁধে মারাত্মক চোট পেয়ে দ্বিতীয় দিন লাঞ্চের আগেই মাঠের বাইরে চলে যান| তবে ভেরনন ফিল্যান্ডার (ম্যাচে ৫ উইকেট), রাবাদা, কেশবরা অসাধারণ পারফরম্যান্স দেখানোয় স্টেইনের অভাব বোধ করতে হয়নি দক্ষিণ আফ্রিকাকে| প্রথম ইনিংসে বড় রান করতে না পারলেও, দ্বিতীয় ইনিংসে ডিন এলগার (১২৭) ও জেপি দুমিনির (১৪১) শতরান এবং ডি কক (৬৪) ও ফিল্যান্ডারের ৭৩ রানের সুবাদে ৫৪০ রান করে দক্ষিণ আফ্রিকা| কেশব ৪১ রানে অপরাজিত থাকেন|
৫৩৯ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিলেন ওয়ার্নার (৩৫) ও শন মার্শ (১৫)| কিন্তু দলের ৫২ রানের মাথায় বাভুমার অবিশ্বাস্য থ্রোয়ে ওয়ার্নার এবং রাবাদার বলে দু প্লেসির হাতে ক্যাচ দিয়ে মার্শ ফিরে যান| এরপর উসমান খোয়াজা (৯৭) ও পিটার নেভিল (৬০ অপরাজিত) লড়াই করেন| কিন্তু বাকিরা তাঁদের সঙ্গ দিতে না পারায় সহজেই ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা| এদিকে এই হারের ফলে ১৯৮৮ সালের পর এই প্রথম ঘরের মাঠে সিরিজের প্রথম টেস্টেই হারল অস্ট্রেলিয়া|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *