BRAKING NEWS

কিশোরের আত্মহত্যা ও হাতির পায়ে পিষ্ট হয়ে হত শিশুকন্যা

গুয়াহাটি, ০৬ নভেম্বর, (হি.স.) : রাজ্যের পৃথক পৃথক স্থানে আত্মহত্যাজনিত এক উচ্চ মাধ্যমিকের ছাত্র এবং হাতির পদপিষ্ট হয়ে আরেক বালিকার করুণ মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, যোরহাট জেলার তিতাবর অঞ্চলের রাহাজান চা বাগানে বুনো হাতির পায়ে পিষ্ট হয়ে নয় (৯) বছরের এক শিশুকন্যার করুণ মৃত্যু হয়েছে। নিহত শিশুকে গুট্টু নায়েক বলে শনাক্ত করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়েছে। গত মাসখানেক ধরে ওই অঞ্চলে প্রায় ৩০-৪০টি বুনো হাতির দল নানাভাবে উত্যক্ত করছিল বলে বাগানের মানুষজনের অভিযোগ। ইতিমধ্যে বহু বসতবাড়ি ভাঙচুরের পাশাপাশি খেতের ফসল, বাড়িঘরে গোলার ধান খেয়ে তছনছ করে দিয়েছে হাতির দল।
এদিকে, নিম্ন অসমের বরপেটা জেলার পাঠশালায় আনন্দরাম বরুয়া অ্যাকাডেমি-র উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বৰ্ষের ছাত্র রবিনব ব্ৰহ্ম গলায় ফাঁস জড়িয়ে আত্মহত্যা করেছে। শিক্ষা প্ৰতিষ্ঠানের চিলারায় ছাত্ৰাবাসে তার কোঠায় ঘটেছে এই আত্মহত্যার ঘটনা। নিহত ছাত্ৰের বাড়ি কোকরাঝাড়ে। জানা যায়নি তার আত্মহত্যার কারণ। তবে পুলিশ এ-ব্যাপারে তদন্ত শুরু করেছে।-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *