BRAKING NEWS

এবার গতিমান এক্সপ্রেস দিল্লি–হাওড়া এবং দিল্লি–মুম্বই রেলপথেও

নয়াদিল্লি, ৬ নভেম্বর (হি.স): দিল্লি–আগ্রা গতিমান এক্সপ্রেসের সাফল্যের পর। এবার দিল্লি–হাওড়া এবং দিল্লি–মুম্বই রেলপথের জন্য ‘মিশন রফতার’ প্রকল্প নিয়ে এল রেল মন্ত্রক। ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে।
এবিষয়ে রেলমন্ত্রকের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, ‘মিশন রফতার প্রকল্পের আওতায় দেশের ৯,০০০ কিলোমিটার প্রধান রুটে প্রতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিবেগে ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিকল্পনার বাস্তবায়ন শুরু হবে দিল্লি-হাওড়া এবং দিল্লি-মুম্বই— এই দু’টি ব্যস্ততম রুটের হাত ধরে। খরচ পড়বে প্রায় ১০,০০০ কোটি টাকা। এই দুই রুটে ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিবেগে ট্রেন চালানো সম্ভব হলে, যাত্রীবাহী ট্রেনের সংখ্যা আরও বাড়ানো যাবে। ফলে ট্রেনে আসন সংরক্ষণের জন্য যাত্রীদের আর অপেক্ষা করতে হবে না। আগের তুলনায় অনেক বেশি সুযোগ-সুবিধাও মিলবে।’
প্রসঙ্গত, ১৪০০ কিলোমিটার দৈর্ঘ্যের দিল্লি–হাওড়া এবং ১৫০০ কিলোমিটার দৈর্ঘ্যের দিল্লি–মুম্বই রেলপথ দেশের ব্যস্ততম রেলপথ হিসেবে পরিচিত। দিল্লি-হাওড়া রুটে প্রতিদিন ১২০টি যাত্রীবাহী এবং ১০০টি মালবাহী ট্রেন চলে। দিল্লি-মুম্বই রুটে প্রতিদিন যাত্রীবাহী ট্রেনের সংখ্যা ৯০ এবং মালবাহী ট্রেনের সংখ্যা ১০০। এই দুই রুটে রাজধানী এবং শতাব্দী এক্সপ্রেসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ কিমি। কিন্তু বর্তমানে এই দুটি রুটের ৭০ শতাংশ অংশেই ১৩০ কিলোমিটার গতিবেগে ট্রেন চালানো যায়। বাকি ৩০ শতাংশকে দ্রুত গতি সম্পন্ন ট্রেন চলাচলের জন্য উপযুক্ত করে তুলতে, রেল লাইন মেরামত, সিগনাল ব্যবস্থার উন্নয়ন এবং বেড়া নির্মাণের কাজ শুরু হবে।-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *