BRAKING NEWS

সরকারকে স্বস্তি দিয়ে ইসলামাবাদ অচল করার সিদ্ধান্ত বাতিল করল ইমরানের দল

imran-khanইসলামাবাদ, ২ নভেম্বর (হি.স.) : সরকারকে স্বস্তি দিয়ে ইসলামাবাদ অচল করার সিদ্ধান্ত বাতিল করল পাকিস্তানের বিরোধী দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)| আজ ৱুধবার এই সমাবেশ হওয়ার কথা ছিল| দলীয় কর্মীদের হতাশ করে একদিন আগেই এই সমাবেশ বাতিল করার সিদ্ধান নেন দলের সুপ্রিমো ইমরান খান| গণগ্রেফতার ও সংঘাত এড়াতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে দলটির শীর্ষ পর‌্যায় থেকে জানানো হচ্ছে| তবে রাজনৈতিক বিশ্লেষকদের দাবি সেভাবে সমর্থন জোটাতে না পেরেই এই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ইমরান খান| তবে কারণ যাই হোক দলের শীর্ষ নেতাদের এই সিদ্ধান্তে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন নেতাকর্মীরা|
পানামা পেপারসে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সরকার এবং তার স্বজন ও ঘনিষ্ঠজনদের গোপন আর্থিক লেনদেনের বিষয়টি প্রকাশ হওয়ার পর থেকে আন্দোলনে নেমেছে ইমরানের পিটিআই| দলটির দাবি, দুর্নীতির দায় মাথায় নিয়ে পদত্যাগ করতে হবে নওয়াজ সরকারকে| দফায় দফায় নানা কর্মসূচি পালনের ধারাবাহিকতায় ৱুধবার ইসলামাবাদ অচলের ডাক দেন ইমরান খান| ভারতের সঙ্গে সীমান্তে উত্তেজনার জেরে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে টালমাটাল পরিস্থিতি পার করা নওয়াজ সরকার এ কর্মসূচির ডাকে আরও নাজুক অবস্থায় পড়ে|
তবে, এই অবস্থা কাটিয়ে উঠতে আইন-শৃঙ্খলা বাহিনীকে বিক্ষোভ ঠেকাতে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়| সরকারের নির্দেশ মতো শুরু হয় পিটিআই নেতাকর্মীদের ধরপাকড়| দলটির শীর্ষ নেতারা অনেকটা গৃহবন্দি পড়েছেন| ইসলামাবাদ ঘিরে কড়া অবস্থান নেয় নিরাপত্তা বাহিনী| কয়েক ধাপে ইমরানের কর্মীরা ইসলামাবাদে ঢুকতে চাইলে তাদের রাবার ৱুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ| ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন দলের প্রায় দেড়হাজার কর্মী| এরমধ্যেই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নওয়াজের বিরুদ্ধে তদন্ত শুরুর আদেশ দেওয়া হয়| একইসঙ্গে পানামা পেপারস কেলেঙ্কারি ইসু্যতে তার বক্তব্য চাওয়া হয়| এরকম পরিস্থিতিতে মঙ্গলবার পূর্ব ঘোষিত কর্মসূচি বাতিল করেন ইমরান খান|
তাঁর সিদ্ধান্তে হতাশ নওয়াজবিরোধী নেতাকর্মীরা| করাচির ফয়সাল শেরজান নামে জনৈক এক পিটিআই কর্মী বলেন, রাজনীতিতে সময়মতো পদক্ষেপ নিতে পারাটাই সবকিছু| তেমনি সাহসও| আপনি যে বক্তব্য দেন সেটা কাজে মেলাতে হবে| সমাবেশ বাতিলের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে শেরজান বলেন, পিটিআই কর্মী-সমর্থকরা ভীষণ হতাশ| আমি তাদের মধ্যে একজন|
বিশ্লেষকরা বলেন, বিপুল সাড়া না পেয়েই এবং পুলিশের সঙ্গে সংঘাত এড়াতেই হয়তো ইমরান তার এই আলোচিত কর্মসূচি বাতিল করেছেন| পাশাপাশি এও মনে করা হচ্ছে, ইসলামাবাদ অচল করে ইমরান সেনাঅভু্যত্থানের পথ সুগম করতে চাইছেন বলে যে খবর ছড়িয়েছে, সে দায় থেকে মুক্তি পেতেই কর্মসূচিটি বাতিল করে থাকতে পারেন তিনি| দলীয় কর্মীরা সিদ্ধান্তে হতাশ হলেও কর্মসূচি বাতিলে সরকারে য়ে স্বস্তি ফিরেছে তা আর বলার অপেক্ষা রাখে না|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *