BRAKING NEWS

জওয়ানরা শহীদ হচ্ছেন, কিছু রাজনীতিবিদ তা দেখতেই পারছে না ঃ শিবরাজ সিং চৌহান

shivrajsinghchouhanভোপাল, ১ নভেম্বর (হি.স.): আমাদের জওয়ানরা শহীদ হচ্ছেন, অথচ কিছু রাজনীতিবিদ তা দেখতেই পারছে না| বিরোধী রাজনৈতিক দলের নেতাদের এই ভাষাতেই কড়া জবাব দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান| সোমবার ভোপালের উপকণ্ঠে আচারপুরা গ্রামে এনকাউন্টারে খতম করা হয় ভোপাল সেন্ট্রাল জেল থেকে পালানো ৮ সিমি জঙ্গিকে| এই এনকাউন্টারের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল| অনেকে আবার প্রশ্ন তুলেছেন জঙ্গিরা নাকি আত্মসমর্পণে রাজি হয়েছিল, তা সত্ত্বেও পুলিশ তাদের গুলি করে| এনকাউন্টারের বিচারবিভাগীয় তদন্তের দাবি করেছে কংগ্রেস ও সিপিএম| মঙ্গলবার বিরোধীদের মুখে কার্যত ঝামা ঘষে দিয়ে শিবরাজ বলেছেন, `আমাদের জওয়ানরা শহীদ হচ্ছেন, অথচ কিছু রাজনীতিবিদ তা দেখতেই পারছে না| কিছু মানুষ এই বিষয়ে ভোট ব্যাঙ্ক রাজনীতি করছে| এই কাজ করা থেকে তঁাদের বিরত থাকা উচিত|’সোমবার ভোররাত ২টো থেকে ৩টের মধ্যে হেড কনস্টেবল রমাশঙ্কর যাদবকে গলা কেটে খুন করে, ভোপাল সেন্ট্রাল জেল থেকে পালায় নিষিদ্ধ সংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া বা সিমির ৮ জঙ্গি| এই ৮ পলাতক জঙ্গির খেঁাজে ভোপাল ও তার আশেপাশের এলাকা জুড়ে ব্যপক তল্লাশি অভিযান চালানো হয়| ভোপালে গিয়ে এই ঘটনার তদন্ত শুরু করে দিল্লির অ্যান্টি টেরর উইং এবং স্পেশাল সেল| জঙ্গিরা যাতে শহর ছেড়ে পালাতে না পারে তাই সমস্ত রাস্তা গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়| প্রতিটি রাস্তার মোরে মোরে মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তা কর্মী| শেষ পর্যন্ত এইনথখেড়ি গ্রামে এই ৮ জনের খেঁাজ পায় পুলিশ| সেখানেই পুলিশের গুলিতে খতম হয় ৮ পলাতক সিমি জঙ্গি|হেড কনস্টেবল রমাশঙ্কর যাদবের পরিবারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান| সাংবাদিকদের মুখোমুখি হয়ে মঙ্গলবার শিবরাজ বলেছেন, `রমাশঙ্কর যাদবের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে| ৫ লক্ষ টাকা দেওয়া হবে তঁার মেয়ের বিয়ের জন্য| তঁার নামে কলোনির নামকরণ করা হবে|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *