BRAKING NEWS

পুলিশের সাথে রফা না হওয়ায় দশ লক্ষাধিক টাকার ফেন্সিডিল আটক

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৮ অক্টোবর৷৷ আবারো নেশা জাতিয় ফেন্সিডিল আটকে বড়সরো সাফল্য পেল আসামের বাজারীছড়া থানার পুলিশ৷ অবশ্য প্রায়ই থানাবাবুদের সাহায্য ও সহযোগীতায় নেশা কারবারীরা নিরাপদে তাদের গন্তব্যস্থলে

ফেন্সিডিল বোঝাই ট্রাক (বাঁয়ে) ও উদ্ধার হওয়া ফেন্সিডিলি (ডানে)৷ ছবি নিজস্ব৷
ফেন্সিডিল বোঝাই ট্রাক (বাঁয়ে) ও উদ্ধার হওয়া ফেন্সিডিলি (ডানে)৷ ছবি নিজস্ব৷

পৌঁছতে পারে৷ উত্তর ও দক্ষিণ ভারতের পণ্যবোঝাই ট্রাকগুলি অধিক ভাড়া পাওয়ার জন্য ত্রিপুরাতে আসতে উদ্যোগী৷ তার উপর সোনায় সোহাগা সঙ্গে ফেন্সিডিল সহ বিভিন্ন নেশা সামগ্রী নিয়ে রাজ্যে প্রবেশ করতে পারলে একে তিনগুন ভাড়া পাওয়া যায়৷ তাই নেশা সামগ্রী নিয়ে আসতে অধিক পছন্দ বহিঃরাজ্যের চালকদের৷ আর তাতে রাজ্যে প্রবেশের পথে চুড়াইবাড়ি গেইটে প্রথমে রয়েছে উর্দিধারী পুলিশবাবুরা৷ তাদের সঙ্গে আর্থিক লেনদেনের কারনেই বিনা বাধায় কমপ্লেক্সে প্রবেশ করতে সক্ষম হয় লরিগুলি৷ তারপর গেইট অতিক্রম করাতে রয়েছেন বড়মাপের দালালচক্র৷ সেইলটেক্সের কর্তাদের অর্থের বিনিময়ে অন্ধ করে দিয়ে রাজধানী ও উদয়পুর সহ সোনামুড়া সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পাচার করা হয়৷
এদিকে, শুক্রবার চুড়াইবাড়ি থানার সঙ্গে আর্থিক লেনদেনে ব্যাঘাত ঘটায় দশ লক্ষাধিক ফেন্সিডিল আটক করে৷ কলকাতা থেকে ফিটকিরি নিয়ে ত্রিপুরার উদয়পুরে আসার পথে গুয়াহাটি থেকে প্রচুর পরিমাণ নেশার কফ সিরাপ ফেন্সিডিল ও এক কার্টুন ট্যাবলেট উদ্ধার করেন ত্রিপুরার লাগোয়া আসাম চুড়াইবাড়ি থানার ওসি সুপ্রীয় ভট্টাচার্য৷ যদিও ফেন্সিডিলগুলি বাজারীছড়া থানার হাতে তুলে দেওয়ায় সেখানে গুনা হয়নি৷ তাই ওসিবাবু আনুমানিক দশ লক্ষ টাকার বাজারমূল্য দেন৷ কিন্তু, এইচআর-৫৫এন-৩৯৬৩ নম্বরের ট্রাকে যে নেশার কফ সিরাপ মজুত রয়েছে তাতে কুড়ি লক্ষাধিক টাকার ফেন্সিডিল রয়েছে বলে অনুমান৷ ত্রিপুরায় প্রবেশের মুখেই ফেন্সিডিল আসাম পুলিশ সিজ করে বসে৷ এদিকে, ত্রিপুরা পুলিশ ও বিক্রয়কর দপ্তরের কর্মীদের সহযোগিতায় প্রতিনিয়ত রাজ্যে নেশা সামগ্রী প্রবেশে করছে৷ তাতে যেমন রাজ্যের ফেন্সিডিল চোরাকারবারীদের মদত হচ্ছে তেমনি তাদের আর্থিক সমৃদ্ধিও বিকাশ হচ্ছে৷ উত্তর জেলা রাজ্যের প্রবেশ দ্বার হওয়ায় অবাধে নেশা সামগ্রী রাজ্যে প্রবেশ করছে৷ তাতে জেলার প্রাশাসনিক কর্তারা অজ্ঞাত কারণে নীরব দর্শকের ভূমিকায় রয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *