BRAKING NEWS

বিএসএফের তল্লাশি অভিযানে ধৃত দুই জইশ জঙ্গি, উদ্ধার প্রচুর অস্ত্র

BSF Logবারামুলা, ২৮ অক্টোবর (হি.স.) : দীপাবলিতে সীমান্তে বড়সড় নাশকতার ছক বানচাল করল ভারতীয় সেনাবাহিনী| তল্লাশি চালিয়ে জইশ-ই-মহম্মদের দুই জঙ্গিকে গ্রেফতার করল সেনাবাহিনী| বারামুলাতে তল্লাশি চালানোর সময়ই ওই দুইজঙ্গিকে পাকড়াও করে সেনা| ধৃতদের কাছ থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে| যার মধ্যে এ কে-৪৭, পিস্তল, কার্তুজ, গ্রেনেড লঞ্চারের মতো অত্যাধুনিক অস্ত্র রয়েছে| ইতিমধ্যে ধৃত জঙ্গিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে সেনা| আর কেউ লুকিয়ে রয়েছে কিনা তা জানার চেষ্টা চালাচ্ছে সেনা আধিকারিকরা| পাশাপাশি, কি কারণে তারা ভারতে ঢুকেছে তাও জানার চেষ্টা চালানো হচ্ছে| তবে অনুমান, সীমান্তে বড়সড় নাশকতা চালাতেই জঙ্গিদের ঢোকানো হয়েছিল|
সেনা সূত্রে খবর, বৃহহস্পতিবার রাতে তাংধারের বিভিন্ন পোস্ট লক্ষ্য করে পাকিস্তান গুলি চালাতে শুরু করে| বিএসএফও তার পালটা জবাব দেয়| আর এরপরই বারামুলায় তল্লাশি শুরু করে বিএসএফ| সেখান থেকেই আটক করা হয় এই দুই জইশ জঙ্গিকে| প্রসঙ্গত, এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে দেওয়া এক বিবৃতিতে বিএসএফ জানায়, মূলত ভারতে জঙ্গিদের ঢোকানোর জন্যে কভার ফায়ার করে পাকিস্তান সেনা| সেই মতো সেনাও সতর্ক হয়ে যায়| এক্ষেত্রেও ঠিক একইভাবে জঙ্গিদের ঢোকানো হয় ভারতের মাটিতে| তা আগেভাগে ৱুঝতে পেরে তল্লাশি চালায় বিএসএফ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *