কথা রাখলেন মমতা, পঞ্চমী থেকে ছুটি রাজ্য সরকারি কর্মচারীদের

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি.স.): রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, কারণ কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা mamata bannerjeeবন্দ্যোপাধ্যায়| মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো দুর্গা পুজোয় অতিরিক্ত একদিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা| শুক্রবার রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি| বিজ্ঞপ্তিতে উল্লেখ, দুর্গা পুজোয় মহাপঞ্চমী থেকে ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা| রাজনৈতিক মহলের ধারনা, বনধ-এর দিন সরকারি কর্মচারীদের হাজিরায় সন্তুষ্ট হয়ে মহাপঞ্চমী থেকেই ছুটি ঘোষণা করল রাজ্য সরকার|