নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্ঢেম্বর৷৷ ভালবাসার সম্পর্ককে দুই পরিবারের কেউ মেনে না নেওয়ায় অপমানে আত্মহত্যার পথ বেছে নিল প্রেমিক৷ প্রেমিকাও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে৷ বর্তমানে প্রেমিকার চিকিৎসা চলছে জি বি হাসপাতালে৷ প্রেমিকার বাড়িতে গিয়ে আত্মহত্যা করায় প্রেমিকার বাবার বিরুদ্ধে পুলিশে খুনের অভিযোগ দায়ের করেছেন প্রেমিকের বাবা৷ ঘটনাটি ঘটেছে জিরানীয়া থানাধীন মান্দাইয়ের বালিধুমবাড়ি এলাকায়৷
একে অপরের মধ্যে ভালবাসার সম্পর্ক গড়ে উঠেছিল কয়েক বছর আগে৷ রানীরবাজার থানাধীন উত্তর সোনামণি পাড়ার প্রকাশ দেববর্মার সাথে সম্পর্ক গড়ে উঠে মান্দাইয়ের বালিধুম পাড়ার এক কিশোরীর৷ দুজনের ভালবাসার কথা দুই পরিবারের মধ্যে জানাজানি হতেই উভয় পরিবারেই এতে অসম্মতি জানায়৷ তবুও তাদের মধ্যে ভালবাসার খামতি ছিল না৷ বুধবার সন্ধ্যায় প্রেমিকার বাড়ির লোকজনদের অনুপস্থিতিতে প্রকাশ তার বাড়িতে যায়৷ দুজনের মধ্যে বেশ কয়েক ঘন্টা কথাও হয়৷ এরপরই ফাঁসিতে আত্মহত্যা করে প্রকাশ৷ প্রেমিক আত্মহত্যার পরেই প্রেমিকাও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে৷ চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে গিয়ে উদ্ধার করে নিয়ে আসে জিরানীয়া হাসপাতালে৷ অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সঙ্গে সঙ্গেই জি বি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ চিকিৎসকদের চেষ্টায় প্রেমিকা বেঁচে গেলেও প্রেমিক প্রকাশকে মৃত বলে ঘোষণা করা হয়৷
এদিকে, বৃহস্পতিবার সকালে মৃত প্রকাশের বাবা জিরানীয়া থানায় ঐ প্রেমিকার বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেন৷ অভিযোগ করা হয় প্রকাশকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে৷ থানায় অভিযোগ দায়ের করা হলেও খবর লেখা পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি অভিযুক্তকে৷ ঘটনাকে কেন্দ্র করে দুই এলাকাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ তবে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷
2016-09-09