নিউ ইয়র্ক, ৮ সেপ্টেম্বর (হি.স.): নেতা হিসেবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে অনেক ভালো নেতা হলেন রাশিয়ার
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন| এমনই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প| স্থানীয় সময় ৱুধবার রাতে, নিউ ইয়র্কে একটি টেলিভিশন সাক্ষাত্কারে হাজির হয়েছিলেন ট্রাম্প| সেখানে তিনি বলেছেন, ‘দেশের মানুষকে নিয়ন্ত্রণ করতে পারেন পুতিন| ওবামা তো নিজের আমলাদের সামলাতেই হিমশিম খেয়েছেন| তাঁর নাকের ডগাতেই হিলারি ক্লিন্টন ও বাকি আমলারা যা ইচ্ছে তাই করে বেড়িয়েছেন| যা আমেরিকাবাসীর কাছে যথেষ্ট লজ্জার|’
ট্রাম্পের কথায়, ‘গত বছর ডিসেম্বরে পুতিনের সঙ্গে দেখা হয়েছিল| উনি আমাকে ৱুদ্ধিমান বলেছেন| এটা আমার কাছে বড় সম্মান| নভেম্বরে নির্বাচনে জিতলে আমাদের ভাল জমবে|’

