শপথ নিলেন এডিসির সদস্য কুমুদ দেববর্মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্ঢেম্বর৷৷ এডিসির নতুন সদ্যস হিসেবে শপথ নিলেন কুমুদ দেববর্মা৷ সদ্য সমাপ্ত সিমনা- dsc_02586-18তমাকারি আসনের উপনির্বাচনে জয়ী হয়েছেন তিনি৷ বুধবার এজিসির সদর দপ্তর খুমুলুঙয়ে পরিষদীয় ভবনে কুমুদ দেববর্মা শপথ গ্রহণ করেছেন৷ তাঁকে শপথ বাক্য পাঠ করান চেয়ারম্যান রণজিৎ দেববর্মা৷ কুমুদ দেববর্মার শপথ গ্রহণ অনুষ্ঠানে এডিসির সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷ শপথ গ্রহণের পর কুমুদ দেববর্মা বলেন, তিনি জনগণের জন্য কাজ করবেন৷