শিলং, ৭ সেপ্টেম্বর (হি.স.) : যদি আমি রিও অলিম্পিকে যেতাম, তাহলে অবশ্যই পদক জয় করে আনতাম| অলিম্পিকের যোগ্যতা পর্বে ভারতীয় মহিলা বক্সিংয়ের ব্যবস্থা ক্ষোভ প্রকাশ করে বললেন মেরি কম| মঙ্গলবার তাঁকে এনইএইচইউ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মান জানানো হয়| সেখানে তিনি বলেন, সত্যি কথা বলতে কী, রিও অলিম্পিককে আমি খুবই মিস করেছি| অলিম্পিকের জন্য উত্তীর্ন না হতে পারার আক্ষেপটা বোধহয় কোনওদিনও যাবে না| এটা ভারতীয় মহিলা বক্সারদের দূর্ভাগ্য যে তাঁরা অলিম্পিকে কোয়ালিফাই করার জন্য মাত্র দুটো রাউন্ড পান| সেখানে পুরুষ প্রতিযোগীরা অনেকগুলো সুযোগই পান| যদি আমি রিও অলিম্পিকে যেতাম, তাহলে অবশ্যই পদক জয় করে আনতাম|
2016-09-08