নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স.) : শিক্ষক দিবসে দেশের সমস্ত শিক্ষককে শ্রদ্ধা ও অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|
শিক্ষকদের নিষ্ঠা ও আত্মত্যাগকে কুর্ণিশ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশ গড়ার কাজে শিক্ষকদের অবদান সর্বশ্রেষ্ঠ| ভারতের সর্বকালের সেরা শিক্ষক ও তাঁদের অবদানের জন্য এদিন শিক্ষক দিবস উপলক্ষ্যে টুইট করে সকল শিক্ষককে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী| একইসঙ্গে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণকেও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী| তিনি বলেন, ডঃ রাধাকৃষ্ণণ শুধু একজন গুণী শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন রাষ্ট্রনেতা| দেশের সেবা করা ছাড়াও বহু মানুষকে তিনি অনুপ্রাণিত করেছেন|
‘মন কি বাত’ রেডিও অনুষ্ঠানে শিক্ষক দিবস নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, তাঁর জন্য শিক্ষক দিবস আসলে শিক্ষা দিবসও বটে| ছাত্রছাত্রীর জীবনে একজন শিক্ষক মায়ের মতোই একই আসনে বসার যোগ্য| এমন অনেক শিক্ষক ছিলেন বা রয়েছেন যারা নিজের জন্য না ভেবে ছাত্রছাত্রী ও সমাজের জন্য নিজেকে উত্সর্গ করেছেন| প্রধানমন্ত্রীর কথায়, রাধাকৃষ্ণণজী সবসময় ছাত্রদের পাশে দাঁড়াতেন| রাষ্ট্রপতি হওয়ার পরও তিনি শিক্ষকতা থেকে বেরতে পারেননি| যতদিন পেরেছেন সকলকে শিক্ষিত করার কাজ চালিয়ে গিয়েছেন|
2016-09-06

