নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স.) : নজরদারি বাড়াতে চারটি অ্যারোস্ট্যাট র্যাডার কিনতে চলেছে ভারতীয় বায়ুসেনা| বর্তমানে দুটি ইজরায়েলি অ্যারোস্ট্যাট র্যাডার ব্যবহার করছে ভারত| কিন্তু সেগুলোকে কাজে লাগানোর ক্ষেত্রে বেশ কিছু সমস্যা হচ্ছে, তাই ভারতীয় সংস্থার কাছ থেকেই এবার কেনা হবে অ্যারোস্ট্যাট র্যাডার| ভারতীয় বায়ুসেনার শক্তি বাড়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানানো হয়েছে| নতুন প্রতিরক্ষা নিয়ম অনুযায়ী কেনা হবে এই র্যাডারগুলো|
ইজরায়েল থেকে কেনা এই দুটি র্যাডারের দাম পড়েছিল তিনশো কোটি টাকা| কিন্তু সেগুলো ব্যবহার করার ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হয়েছে| তাই এবার নির্দেশ দেওয়া হয়েছে| আগামী বছরে এ র্যাডারগুলো কেনা হবে বলে জানা গিয়েছে|
ভূপৃষ্ঠে শত্রুদের চিহ্নিত করার জন্য বেলুনে বহন করা হয় এই র্যাডার| বিশ্বের খুব কম দেশই এটা ব্যবহার করে| মূল সীমান্তে নজর রাখার জন্য এগুলো ব্যবহার করা হয়| সাধারণত ১০ বছর আয়ু থাকে এক একটি অ্যারোস্ট্যাট র্যাডারের|
2016-09-06