শ্রীনগর, ৫ সেপ্টেম্বর (হি.স.) : কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের অসহযোগিতামূলক মনোভাবকে কড়া ভাষায় আক্রমণ করলেন
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| সোমবার সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, ওঁদের এমন আচরণ থেকেই স্পষ্ট যে, ওঁরা কাশ্মীরিয়ত্, ইনসানিয়াত (মানবিকতা), জমহুরিয়ত (গণতন্ত্র) -এ বিশ্বাসই করেন না|
গতকাল বাড়ি বয়ে তাঁদের সঙ্গে কথা বলতে গেলেও মুখ ফিরিয়ে নেন হুরিয়ত নেতারা| বাড়ির দরজাই খোলেননি শীর্ষ কট্টরপন্থী নেতা সঈদ আলি শা গিলানি| কথা না বলেই ফিরে আসতে হয় কেন্দ্র থেকে দু দিনের কাশ্মীর সফরে যাওয়া সর্বদলীয় প্রতিনিধিদলের কয়েকজন সদস্যকে| এদিন তাঁরই কড়া সমালোচনা করেন রাজনাথ |
তিনি বলেন, আমি এখানে পরিষ্কার করে দিতে চাই যে, গতকাল প্রতিনিধিদলের কয়েকজন হুরিয়ত নেতাদের সঙ্গে নিজেদের উদ্যোগে দেখা করতে গিয়েছিলেন| আমরা এতে হ্যাঁ বা না কিছুই বলিনি| কিন্তু তারপর কী হল, সেটা আপনারা সকলেই দেখেছেন| তাঁরা ফিরে এসে যে ব্যবহার পাওয়ার কথা জানিয়েছেন, তাতে বলা যায়, এটা কাশ্মীরীয়ত নয়| একে ইনসানিয়ত বলা যায় না| কেউ আলোচনার জন্য কারও কাছে গিয়ে যদি প্রত্যাখ্যান পান, তবে সেটা জমহুরিয়ত নয়|
এদিন নিকট ভবিষ্যতেও কাশ্মীর ইসু্যতে পাকিস্তানের সঙ্গে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দেন রাজনাথ| বলেন, আগে নিজেদের দেশের ভিতরে লোকজনের সঙ্গে তো কথা বলি| তিনি জানান, আগের কাশ্মীর সফরগুলির মতোই এবারও তিনি রাজ্যে শান্তি, সুস্থিতির পক্ষপাতী সকলের সঙ্গেই কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন|
সেই সঙ্গে এদিন স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি চান, এমন সবার কাছেই আলাপ-আলোচনার জন্য আমাদের দরজা খোলা রয়েছে| তবে আলোচনা যে শুধু ভারতের সংবিধানের চৌহদ্দির মধ্যেই হবে, এও স্পষ্ট করে দেন| এ প্রসঙ্গেই তাঁর দ্ব্যর্থহীন ঘোষণা, জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবেএ নিয়ে দ্বিতীয় কোনও মত নেই| আমি জানি, কাশ্মীরবাসীও এটাই চান|
প্রসঙ্গত, গতকাল সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের ডি রাজা, জনতা দল (ইউ) নেতা শারদ যাদব, আরজেডি-র জয় প্রকাশ নারায়ণ ও এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়েইসি প্রমুখ বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে দেখা করতে গেলেও তাঁদের ফিরিয়ে দেওয়া হয়| গিলানির বাড়ির দরজাই খোলেনি| এমনকী সেখানে বিক্ষোভ দেখানো হয় তাঁদের|
2016-09-06
