BRAKING NEWS

কংগ্রেসের হাত ছাড়ল চার হাজার ভোটার, বাম হঠানোর স্বপ্ণ উদয়পুরেও ফেরি করলেন তৃণমূলের মুকুল

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ সেপ্ঢেম্বর৷৷ মন্দিরনগরী উদয়পুরে কংগ্রেসে ব্যাপক ভাঙন৷ কংগ্রেসের হাত ছেড়ে তৃণমূলের MUKULঘাসফুল ফুটাতে দলত্যাগ করলেন চার হাজার ভোটার৷ শুধু কংগ্রেসই নয় সিপিএমের ৬০ জন ভোটারও যোগ দিয়েছেন তৃণমূলে৷ দলে নবাগতদের বরণ করে নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়৷ পূর্বঘোষিত সূচী অনুযায়ী রবিবার বিকাল তিনটায় আগরতলায় আসেন মুকুল রায়৷ বিমানবন্দর থেকে তিনি সোজা চলে যান মন্দিরনগরী উদয়পুরের জামজুরিতে৷ এখানে স্থানীয় বাজারে একটি সভায় যোগ দেন তিনি৷ তাঁর সাথে ছিলেন পশ্চিমবঙ্গের দুই তৃণমূল নেতা সহ দলের রাজ্য নেতৃত্ব তথা দলের বিধায়ক সুদীপ রায় বর্মন, অরুণ ভৌমিক, সভাপতি সুরজিৎ দত্ত সহ তৃণমূলের বিধায়ক প্রণজিৎ সিংহ রায়৷ প্রাকৃতিক প্রতিকূলতা উপেক্ষা করে বাজার সভাতে উপচে পড়া ভীড় লক্ষ্য করা গিয়েছে৷
জামজুরি এলাকাটি কংগ্রেসের ঘাঁটি৷ স্থানীয় পঞ্চায়েতটি কংগ্রেসের দখলে রয়েছে৷ এদিনের সমাবেশে কংগ্রেসের চার হাজার ভোটার তৃণমূলে যোগ দিয়েছেন৷ সেই সঙ্গে সিপিএমের ৬০ জন ভোটারও দলত্যাগ করে তৃণমূলের পতাকা তলে শামিল হয়েছেন৷ এই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের সর্ব ভারতীয় সহ সভাপতি মুকুল রায় বলেন, ২০১৮ সালে ত্রিপুরা বিধানসভার নির্বাচনে বাংলার এক ঝাক নেতৃত্ব ঘাঁটি তৈরী করে থাকবেন৷ প্রতিটি বিধানসভা কেন্দ্রে প্রচুর সংখ্যায় তৃণমূল নেতৃত্ব বাংলা থেকে ঘাঁটি গড়বেন৷ সিপিএমকে এরাজ্য থেকে উৎখাত করার জন্য দলের সর্বভারতীয় নেতৃত্বরা ঝাপিয়ে পড়বেন৷ তিনি বলেন, তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য হচ্ছে ত্রিপুরা থেকে বামফ্রন্টকে হঠানো৷ বাংলার বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে শ্রীরায় বলেন, এরাজ্যে তৃণমূলের সরকার প্রতিষ্ঠা করে জনগণের কল্যাণে কাজ করবে৷ মা-মাটি-মানুষের সরকার প্রতিষ্ঠা হবে৷ এজন্য দলের সমস্ত স্তরের নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠিক কাজ চালিয়ে যাওয়ার জন্য তিনি পরামর্শ দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *