মুক্তিযুদ্ধের ঘাতক মির কাসেমের ফাঁসিতে দুঃখপ্রকাশ পাকিস্তানের

ইসলামাবাদ-ঢাকা, ৪ সেপ্টেম্বর (হি.স.): আলির ফাঁসিতে দুঃখপ্রকাশ করে বাংলাদেশের বিচার প্রক্রিয়ার সমালোচনায় সরব পাকিস্তান । শনিবারই বাংলাদেশের মৌলবাদী জামাত নেতা মির কাসেম আলির ফাঁসি কর্যকর করা হয় । ওই ঘটনায় দুঃখপ্রকাশ করেছে পাকিস্তান। ইসলামাবাদ মনে করে, ‌মিথ্যা আইনি প্রক্রিয়ায় জামাত নেতা কাসিমকে দোষী সাব্যস্ত করে ফাঁসি দেওয়া হল। পাক বিদেশমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‌ভুয়ো আইনি প্রক্রিয়ায় বিরোধীদের সমর্থনকে দমিয়ে দেওয়া গণতন্ত্রের বিরোধী। ’‌
বাংলাদেশে ৭১–এর মুক্তিযুদ্ধের ঘাতক মির কাসেম আলিকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মৃত্যদণ্ড দেয়। সুপ্রিম কোর্টেও বহাল থাকে সাজা। রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষার আবেদন করবে না বলে জানায় আলি। শনিবার ভোর রাতে কাশিমপুর সেন্ট্রাল জেলে ৬৩ বছর বয়সী এই নেতাকে ফাঁসি দেওয়া হয়। এরপর কঠোর নিরাপত্তায় তার দেহ নিয়ে যাওয়া হয় মানিকগঞ্জে। বহিরাগত কাউকে গ্রামে ঢুকতে দেয়নি পুলিস। সেখানেই তার দেহ কবর দেওয়া হয়। মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাকে সাহায্য করা এবং হত্যা ও পীড়ন চালানোর জন্য আলিকে নিয়ে মোট ছয়জনকে ফাঁসি দেওয়া হল।-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *